Realme Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১২ সিরিজ, কেমন হতে পারে ক্যামেরা ফিচার?
Realme 12 Series: রিয়েলমি ১১ সিরিজের সাকসেসর হিসেবে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে ভারতে। গতবছর জুন মাসে রিয়েলমি ১১ সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল।
Realme Smartphones: রিয়েলমি (Realme) সংস্থা ভারতে তাদের নতুন স্মার্টফোন সিরিজ (Realme Smartphone Series) লঞ্চ করতে চলেছে। এবার লঞ্চ হবে রিয়েলমি ১২ সিরিজ (Realme 12 Series), এমনই ইঙ্গিত পাওয়া গিয়েছে। রিয়েলমি ১১ সিরিজের সাকসেসর হিসেবে এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে ভারতে। গতবছর জুন মাসে রিয়েলমি ১১ সিরিজ ভারতে লঞ্চ হয়েছিল। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে আভাস পাওয়া গিয়েছে যে রিয়েলমি ১২ সিরিজ ভারতে আসছে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি। রিয়েলমির নতুন স্মার্টফোন সিরিজের অন্যতম মূল আকর্ষণ হতে চলেছে ক্যামেরা। এখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকার কথা রয়েছে। এছাড়াও থাকতে পারে পেরিস্কোপ লেন্স।
ক্রেতাদের জন্য থাকছে বিশেষ অফার
সম্প্রতি রেডমি নোট ১৩ প্রো সিরিজ লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ২০০ মেগাপিক্সেলের রেয়ার কায়মেরা সেনসর। প্রতিযোগিতার বাজারে রেডমির ফোনের সিরিজকে পাল্লা দিতে তৈরি রিয়েলমি। সংস্থা জানিয়েছে রিয়েলমি ১২ সিরিজের ফোন কেনার সময় যদি ক্রেতারা তাদের ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর যুক্ত কোনও ফোন এক্সচেঞ্জ করেন তাহলে রিয়েলমির নতুন ফোনের সঙ্গে একটি বাডস এয়ার ৫ এয়ারপডস পাবেন তাঁরা, একদম বিনামূল্যে। প্রসঙ্গত উল্লেখ্য, রিয়েলমি বাডস এয়ার ৫- এর দাম ৩৬৯৯ টাকা। এই অফার পেতে চাইলে আগ্রহীরা রিয়েলমির ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করতে পারেন।
- এই স্মার্টফোন সিরিজে রিয়েলমি ১২, রিয়েলমি ১২ প্রো, রিয়েলমি ১২ প্রো প্লাস এই তিনটি ফোন লঞ্চ হতে পারে।
- পেরিস্কোপ লেন্স থাকতে পারে রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস- এই দুই ফোনে।
- রিয়েলমি ১২ প্রো ফোনের থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬ জেন ১ প্রসেসর। অন্যদিকে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর।
- রিয়েলমি ১২ সিরিজের ফোনে ৬.৭ ইঞ্চির কার্ভড AMOLED প্যানেল থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই সিরিজের ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যেতে পারে।
- রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে ৬৪ মেগাপিক্সেলের পেরিস্কোপ লেন্স এবং ৩এক্স অপটিকাল জুম ফিচারের সাপোর্ট থাকতে পারে।
- রিয়েলমি ১২ প্রো ফোনে ৩২ মেগাপিক্সেলের পেরিস্কোপ ক্যামেরা এবং ২এক্স জুম ফিচার থাকতে পারে।
- রিয়েলমি ১২ প্রো এবং রিয়েলমি ১২ প্রো প্লাস- দুই ফোনেই থাকতে পারে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর এবং ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স।
আরও পড়ুন- ভারতে আসছে ইনফিনিক্স স্মার্ট ৮, কবে লঞ্চ হবে এই ফোন? দাম কত হতে পারে?