Realme Phones: সেপ্টেম্বরের শুরুতেই ভারতে আসছে রিয়েলমির নতুন ফোন, কোন মডেল লঞ্চ হবে এবং কবে?
Realme 15T: আগামী ২ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টায় দেশে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৫টি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ছাড়াও রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর এবং নির্দিষ্ট কিছু অফলাইন স্টোর থেকে কেনা যাবে।

Realme Phones: রিয়েলমি সংস্থা তাদের নতুন ফোন লঞ্চ করতে চলেছে ভারতে। এবার আসছে রিয়েলমি ১৫টি ফোন। ইতিমধ্যেই এই ফোন লঞ্চের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে। এই ফোনের বেশ কয়েকটি ফিচার সম্পর্কেও আভাস পাওয়া গিয়েছে। কেমন হবে ফোনের ডিজাইন, কী কী রঙে লঞ্চ হতে পারে, তাও জানা গিয়েছে। রিয়েলমি ১৫টি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর থাকবে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রিয়েলমি ১৫ সিরিজের এই ফোনে ইউজাররা পাবেন ৭০০০ এমএএইচ ব্যাটারির সাপোর্ট। এর সঙ্গে ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্টও পাওয়া যাবে। এর আগে ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি ১৫ এবং রিয়েলমি ১৫ প্রো - এই দুই ফোন।
আগামী ২ সেপ্টেম্বর ভারতীয় সময় দুপুর ১২টায় দেশে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৫টি ফোন। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ছাড়াও রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর এবং নির্দিষ্ট কিছু অফলাইন স্টোর থেকে কেনা যাবে এই ফোনটি। তিনটি রঙে (Flowing Silver, Silk Blue, Suit Titanium) রিয়েলমি ১৫টি ফোন লঞ্চ হবে ভারতে। এটি একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ফোন। অর্থাৎ ধুলো এবং জলে ফোনটি সহজে নষ্ট হবে না। ফোন যাতে সহজে হাত থেকে পড়ে না যায়, তার জন্য থাকবে একটি বিশেষ অ্যান্টি-স্লিপ ফিনিশ।
রিয়েলমি ১৫টি ফোনে থাকতে চলেছে একটি ৬.৭ ইঞ্চির 4R Comfort+ AMOLED ডিসপ্লে। ফোন যাতে অনেকক্ষণ ব্যবহারের পরেও ঠান্ডা থাকে, তার জন্য এই ফোনের সঙ্গেই থাকছে একটি ৬০৫০ স্কোয়ার মিলিমিটারের AirFlow ভেপার চেম্বার কুলিং সিস্টেম। থার্মাল ম্যানেজমেন্ট করতে সাহায্য করবে এই ভেপার চেম্বার। তার ফলে ফোন অনেকক্ষণ ব্যবহার করলেও গরম হবে না। বরং ভিতর থেকে তাপ বেরিয়ে যাবে। রিয়েলমি ১৫টি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে। 4K ভিডিও রেকর্ডিংয়ের সাপোর্ট থাকছে এই ক্যামেরায়। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকবে ডিসপ্লের উপর। একাধিক AI এডিটিং ফিচারের সাপোর্ট থাকতে চলেছে রিয়েলমি ১৫টি ফোনে।
এছাড়াও রিয়েলমি ১৫টি ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট ও ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট। রিয়েলমি সংস্থার দাবি, তাদের এই ফোনে একবার পুরো চার্জ দিলে তা সারাদিন চলবে। আবার রাত্রিবেলায় ৫০ শতাংশ চার্জও ধরে রাখবে ফোনে। রিয়েলমি ১৫টি ফোনটি ৭.৭৯ মিলিমিটার পুরু এবং এর ওজন ১৮১ গ্রাম। রিয়েলমি ১৫টি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ২০,৯৯৯ টাকা, ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২২,৯৯৯ টাকা এবং ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৪,৯৯৯ টাকা হতে পারে।























