Realme Smartphones: রিয়েলমির 'ভ্যালেন্টাইন্স ডে সেল', দাম কমছে 'নারজো' সিরিজের ফোনের, কোন কোন ফোন কম দামে কেনা যাবে?
Realme Narzo Phones: ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোনগুলি কম দামে কেনা যাবে। তালিকায় কোন কোন ফোন রয়েছে, দেখে নিন।
![Realme Smartphones: রিয়েলমির 'ভ্যালেন্টাইন্স ডে সেল', দাম কমছে 'নারজো' সিরিজের ফোনের, কোন কোন ফোন কম দামে কেনা যাবে? Realme announces Valentine’s Day sale with discounts on Narzo smartphones here is the details you should check Realme Smartphones: রিয়েলমির 'ভ্যালেন্টাইন্স ডে সেল', দাম কমছে 'নারজো' সিরিজের ফোনের, কোন কোন ফোন কম দামে কেনা যাবে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/05/fa776dae93ab8036b0a36e4cb42283211707100657006485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Realme Smartphones: ভালবাসার দিনে, ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে নিজের প্রিয় মানুষকে কিছু উপহার দেওয়ার পরিকল্পনা করেছেন? যদি আপনার প্রিয় মানুষটি হয়ে থাকেন টেক-গ্যাজেট প্রেমী, তাহলে আপনার জন্য রিয়েলমি (Realme) সংস্থা নিয়ে এসেছে বিশেষ অফার। শুরু হতে চলেছে রিয়েলমির ভ্যালেন্টাইন্স ডে সেল (Valentine's Day Sale)। ৬ ফেব্রুয়ারি এই সেল শুরু হবে। আর তা চলবে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। রিয়েলমি নারজো সিরিজের (Realme Narzo Series) ফোনগুলির দামে এই সেলে দেওয়া হবে ছাড়। ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই ফোনগুলি কম দামে কেনা যাবে।
এবার দেখে নেওয়া যাক কোন কোন ফোনের দামে ছাড় রয়েছে
রিয়েলমি নারজো ৬০ প্রো ৫জি
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ১২ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ যুক্ত মডেলের ক্ষেত্রে ২০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট পাবেন ক্রেতারা। এছাড়াও ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের ক্ষেত্রে ৪০০০ টাকার একটি কুপন থাকছে। তার ফলে ফোনের দাম কমে হচ্ছে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ২১,৯৯৯ টাকা, ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের ক্ষেত্রে ২২,৯৯৯ টাকা আর ১২ জিবি র্যাম এবং ১ টিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ২৭,৯৯৯ টাকা।
রিয়েলমি নারজো ৬০ ৫জি
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ- এই দুই মডেলের ক্ষেত্রে ২০০০ টাকা ব্যাঙ্ক অফার থাকছে। এছাড়াও থাকছে ১০০০ টাকার কুপন। সব অফার মিলিয়ে রিয়েলমি নারজো ৬০ ৫জি ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম কমে হচ্ছে ১৪,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম হয়েছে ১৬,৯৯৯ টাকা।
রিয়েলমি নারজো ৬০এক্স ৫জি
এই ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত দুই মডেলের ক্ষেত্রে ২০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে। এর সঙ্গে রয়েছে ৫০০ টাকার কুপন। তার ফলে উল্লিখিত দুই ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছে যথাক্রমে ১০,৯৯৯ টাকা এবগ ১১,৯৯৯ টাকা।
রিয়েলমি নারজো এন৫৫
এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দামে ৪০০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট রয়েছে। তার ফলে রিয়েলমি নারজো এন৫৫ ফোনের দাম কমে হয়েছে ৮৯৯৯ টাকা।
রিয়েলমি নারজো এন৫৩
এই ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দামে ৫০০ টাকা ব্যাঙ্ক ডিসকাউন্ট এবং ১০০০ টাকার কুপন রয়েছে। অন্যদিকে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের ক্ষেত্রে ২৫০০ টাকার কুপন রয়েছে। তার ফলে রিয়েলমি নারজো এন৫৩ ফোনের ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ- এই দুই ভ্যারিয়েন্টের দাম কমে হয়েছে ৭৪৯৯ টাকা এবং ৯৪৯৯ টাকা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)