Realme Smartphone: পঞ্চম বর্ষপূর্তি, নতুন রঙে ভারতে হাজির রিয়েলমি সি৫৫, দাম কত? কোন রঙেই বা পাওয়া যাচ্ছে?
Realme C55: প্রাথমিক ভাবে রিয়েলমি সি৫৫ ফোন পাওয়া যাচ্ছিল Rainy Night এবং Sunshower- এই দুই রঙে। এবার সেই তালিকায় সংযোজন হয়েছে Rainforest রঙের মডেল।
Realme Smartphone: রিয়েলমি সি৫৫ (Realme C55) ফোন পাওয়া যাচ্ছে একটি নতুন রঙে। রিয়েলমি (Realme 5th Anniversary) সংস্থার পঞ্চম বর্ষপূর্তি উপলক্ষ্যে নতুন রঙে উপলব্ধ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন। চলতি বছর মার্চ মাসের শুরুর দিকে এই ফোন লঞ্চ হয়েছিল ভারতে। সেই সময় দুটো রঙে রিয়েলমি সি৫৫ ফোন উপলব্ধ ছিল ভারতের বাজারে। এবার তার সঙ্গে যুক্ত হয়েছে আরও একটি রঙের শেড।
ভারতে রিয়েলমি সি৫৫ ফোনের দাম
রিয়েলমি সি৫৫ ফোনের দাম শুরু হচ্ছে ১০,৯৯৯ টাকা থেকে। Sun shower এবং Rainy Night- এই দুই রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৫৫ ফোন। জানা গিয়েছে, এই ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা।
বর্তমানে রিয়েলমি সি৫৫ ফোন কোন কোন রঙে পাওয়া যাচ্ছে
প্রাথমিক ভাবে রিয়েলমি সি৫৫ ফোন পাওয়া যাচ্ছিল Rainy Night এবং Sunshower- এই দুই রঙে। এবার সেই তালিকায় সংযোজন হয়েছে Rainforest রঙের মডেল।
রিয়েলমি সি৫৫ ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে ৬.৭২ ইঞ্চির এলসিডি প্যানেল। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন রয়েছে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট ৯০ হার্টজ।
- রিয়েলমি সি৫৫ ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। মাইক্রো এসডি কার্ডের সাহায্যে এই ফোনের স্টোরেজের পরিমাণ ১ টিবি পর্যন্ত বাড়ানো যায়।
- ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে ২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- অ্যান্ড্রয়েড ১৩-র সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এর সঙ্গে থাকছে Realme UI 4.0- এর সাপোর্ট। রিয়েলমি সি৫৫ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের SuperVOOC চার্জিং সাপোর্ট। এই ফোনে রয়েছে ৫জি কানেক্টিভিটি।
Poco Smartphone: পোকো এফ৫ ৫জি সিরিজ (Poco F5 5G Series) আগামী ৯ মে গ্লোবাল মার্কেটে লঞ্চ হতে চলেছে। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে পোকো এফ৫ ৫জি (Poco F5 5G) এবং পোকো এফ৫ প্রো ৫জি (Poco F5 Pro 5G) - এই দুই মডেল। ভারতেও একই দিনে লঞ্চ হতে চলেছে পোকো এফ৫ ৫জি ফোন। এই ফোন পোকো এফ৪ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হবে।
আরও পড়ুন- সবুজ পাতাজাতীয় সবজি Kale-র পুষ্টিগুণ, কী কী সমস্যার সমাধান করে?