Realme Earbuds: ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চালু থাকবে প্রায় ৭ ঘণ্টা ! একসঙ্গে সংযুক্ত করা যাবে দুটো ডিভাইসে
Realme Buds Air 6 Pro: আগামী ২০ জুন ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে রিয়েলমি জিটি ৬ ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৬ প্রো- এই ইয়ারবাডসটি।
Realme Earbuds: রিয়েলমি নতুন ইয়ারবাডস (Realme Earbuds) লঞ্চ করতে চলেছে ভারতে। আগামী ২০ জুন ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৬ প্রো মডেল (Realme Buds Air 6 Pro)। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসের (TWS Earbuds) ফিচার সম্পর্কে আনুষ্ঠানিক লঞ্চের আগেই আভাস পাওয়া গিয়েছে। নয়েজ ক্যানসেলেশন (Noise Cancellation) ফিচার থাকতে চলেছে রিয়েলমির আসন্ন ইয়ারবাডসে। এছাড়াও রিয়েলমি বাডস এয়ার ৬ প্রো ডিভাইসের ডুয়াল ড্রাইভার্স থাকবে। সেই সঙ্গে থাকবে ডুয়াল ডিভাইস কাঙ্কেটিভিটি। অর্থাৎ একসঙ্গে দুটো ডিভাইসের সঙ্গে এই ইয়ারবাডস সংযুক্ত করা যাবে।
প্রসঙ্গত উল্লেখ্য, আগামী ২০ জুন ভারতীয় সময় দুপুর ১টা ৩০ মিনিটে রিয়েলমি জিটি ৬ ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি বাডস এয়ার ৬ প্রো- এই ইয়ারবাডসটি। দেশে লঞ্চের পর এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডসটি অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট এবং রিয়েলমি ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ধূসর রঙে লঞ্চ হতে পারে এই ইয়ারবাডস। রিয়েলমি বাডস এয়ার ৬ ভ্যানিলা মডেলের মতোই ডিজাইন, চার্জিং কেস হতে চলেছে প্রো মডেলের। চার্জিং কেস রয়েছে ওভাল শেপের, নুড়ি-পাথরের মতো দেখতে। তার উপর রয়েছে চকচকে বা গ্লসি ফিনিশ। ইন-ইয়ার ডিজাইন, সিলিকন টিপস এবং গোলাকার স্টেম লক্ষ্য করা যাবে রিয়েলমির এই ইয়ারবাডসে।
রিয়েলমি বাডস এয়ার ৬ প্রো- ইয়ারবাডসে কী কী ফিচার থাকতে চলেছে, দেখে নিন একনজরে
- ৫০ ডেসিবেল পর্যন্ত অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট থাকতে চলেছে এই ইয়ারবাডসে।
- ৬টি মাইক রয়েছে এই ইয়ারবাডসে। ইউজাররা পাবেন হাই রেজোলিউশনের অডিও সাপোর্ট।
- ডুয়াল ড্রাইভার্স থাকতে চলেছে রিয়েলমির আসন্ন ইয়ারবাডসে।
- ইউজাররা এই ইয়ারবাডসে ৩৬০ ডিগ্রি স্প্যাশিয়াল অডিও এফেক্ট পাবেন। তার ফলে মনে হবে যেন সিনেম্যাটিক সাউন্ডের অভিজ্ঞতা পাচ্ছেন।
- একসঙ্গে দুটো আলাদা ধরনের ডিভাইসে এই ইয়ারবাডস সংযুক্ত করতে পারবেন ইউজাররা।
- একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ থাকলে চার্জিং কেস ছাড়া প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে রিয়েলমির এই ইয়ারবাডস।
- অন্যদিকে চার্জিং কেস সমেত প্রায় ৪০ ঘণ্টা পর্যন্ত চালু থাকবে রিয়েলমি বাডস এয়ার ৬ প্রো ইয়ারবাডস।
- মাত্র ১০ মিনিট চার্জ দিলে রিয়েলমির এই ইয়ারবাডস চালু থাকবে প্রায় ৭ ঘণ্টা।
আরও পড়ুন- ১০৮ মেগাপিক্সেল ক্যামেরা, ৫০০০ এমএএইচ ব্যাটারি, ইনফিনিক্সের নতুন ৫জি ফোনে আর কী কী পাবেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।