Realme Earphones: ভারতে হাজির রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও নেকব্যান্ড স্টাইলের ইয়ারফোন, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Realme Buds Wireless 3 Neo: রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও ইয়ারফোনে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। ফলে একসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারফোন সংযুক্ত করা যাবে।
Realme Earphones: রিয়েলমি সংস্থার সম্প্রতি নেকব্যান্ড স্টাইলের (Neckband Style Earphone) একটি ইয়ারফোন ভারতে লঞ্চ করেছে। রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও- (Realme Buds Wireless 3 Neo) এই ইয়ারফোনটি লঞ্চ হয়েছে দেশে। এই ইয়ারফোনে রয়েছে গুগল ফাস্ট পেয়ার (Google Fast Pair) সাপোর্ট। এছাড়াও রিয়েলমি সংস্থা জানিয়েছে, একবার পুরো চার্জ দিলে ৩২ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকবে।
ভারতে রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও- এই ইয়ারফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে এবং কী কী রঙে লঞ্চ হয়েছে- দেখে নিন
১২৯৯ টাকায় এই ইয়ারফোন ভারতে লঞ্চ হয়েছে। তবে প্রথম সেলে কেনা যাবে ১১৯৯ টাকায়। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে রিয়েলমি এই নেকব্যান্ড স্টাইল ইয়ারফোন কেনা যাবে। নীল, কালো এবং সবুজ রঙে রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও- ইয়ারফোন ভারতে লঞ্চ হয়েছে। অ্যামাজন ছাড়াও কেনা যাবে রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং দেশের বিভিন্ন মেনলাইন স্টোর থেকে।
এবার দেখে নেওয়া যাক রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও ইয়ারফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে
- নেকব্যান্ড স্টাইলের এই ইয়ারফোনে রয়েছে ১৩.৪ মিলিমিটারের Dynamic Bass Driver। এর সাহায্যে ইউজাররা পাবেন bass heavy sound।
- আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রযুক্তি যুক্ত এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট রয়েছে রিয়েলমির এই ইয়ারফোনে। এর ফলে আশপাশের অপ্রয়োজনীয় আওয়াজ এড়িয়ে ইউজার স্পষ্ট শব্দ শুনতে পাবেন।
- রিয়েলমি বাডস ওয়্যারলেস ৩ নিও ইয়ারফোনে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি সাপোর্ট রয়েছে। ফলে একসঙ্গে দুটো ডিভাইসে এই ইয়ারফোন সংযুক্ত করা যাবে।
- এছাড়াও এই ইয়ারফোনে রয়েছে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটি সাপোর্ট।
রিয়েলমি জিটি সিরিজের একটি ফোন ভারতে লঞ্চ হয়েছে
রিয়েলমি জিটি ৬টি ফোন লঞ্চ হয়েছে দেশে। এই ফোনের বেস মডেল যা ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত তার দাম ৩০,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল। তার দাম ৩২,৯৯৯ টাকা। আর রিয়েলমি জিটি ৬টি ফোনের ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৫,৯৯৯ টাকা। আরও একটি র্যাম ও স্টোরেজ কনফিগারেশনে লঞ্চ হয়েছে রিয়েলমির নতুন ফোন। তার দাম ২৯,৯৯৯ টাকা। ফ্লুইড সিলভার এবং রেজর গ্রিন- এই দুই রঙে রিয়েলমি জিটি ৬টি ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী ২৯ মে দুপুর ১২টা থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। অনলাইনে এই ফোন কেনা যাবে রিয়েলমি সংস্থার অনলাইন স্টোর এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে।
আরও পড়ুন- ১০ মিনিটের চার্জে ইয়ারবাডস চলবে প্রায় ৭ ঘণ্টা ! ভারতে হাজির রিয়েলমি বাডস এয়ার ৬, দাম কত?