Realme GT Neo 3T: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি জিটি নিও ৩টি ৫জি ফোন, দাম কত?
Realme Smartphone: রিয়েলমির নতুন ৫জি ফোন রিয়েলমি জিটি নিও ৩টি লঞ্চ হয়েছে ভারতে।
Realme Smartphone: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমির (Realme) নতুন ফোন রিয়েলমি জিটি নিও ৩টি (Realme GT Neo 3T)। এই ফোনে রয়েছে একটি ৬৬.২ ইঞ্চির E4 AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮৭০ প্রসেসর। ৫জি কানেক্টিভিটি রয়েছে রিয়েলমির এই ফোনে। এছাড়াও এই ফোনে রয়েছে ৮০ ওয়াটের SuperDart চার্জিং টেকনোলজি। এর সাহায্যে ফোনের ব্যাটারিতে ৫০ শতাংশ চার্জ হবে মাত্র ১২ মিনিটে, এমনটাই দাবি করেছে রিয়েলমি সংস্থা।
ভারতে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের দাম এবং উপলব্ধতা
রিয়েলমির এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৯,৯৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ৩১,৯৯৯ টাকা। এছাড়াও রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৩৩,৯৯৯ টাকা। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে এই ফোনের বিক্রি শুরু হবে। সেদিন দুপুর ১২টা থেকে এই ফোন কেনা যাবে রিয়েলমি সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে। প্রথমবার বিক্রি শুরু হলে এই ফোনের দামে ৭০০০ টাকা ছাড় দেবে রিয়েলমি সংস্থা। Dash Yellow, Drifting White, Shade Black- এই তিনটি রঙে পাওয়া যাবে রিয়েলমি জিটি নিও ৩টি ফোন।
রিয়েলমি জিটি নিও ৩টি ফোনের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন
- এই ফোনে রয়েছে ডুয়াল সিম। অ্যান্ড্রয়েড ১২ এবং Realme UI 3.0- এর সাহায্যে পরিচালিত হবে এই ফোন।
- রিয়েলমির এই ফোনে একটি Dynamic RAM Expansion Technology-র সাপোর্ট রয়েছে। এর ফলে ফোনে থাকা ৮ জিবি র্যামের পরিমাণ আরও ৫ জিবি বাড়ানো সম্ভব।
- এই ফোনে একটি Stainless Steel Vapor Cooling System Plus রয়েছে। এখানে কুলিং লেয়ারের ৮টি স্তর রয়েছে।
- ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে রিয়েলমি জিটি নিও ৩টি ফোনে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। তার সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা সেনসর এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- রিয়েলমির এই ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের SuperDart ফাস্ট চার্জিং ফিচার। এছাড়াও রয়েছে ডুয়াল স্পিকার, যেখানে Dolby Atmos সাপোর্ট রয়েছে।