Realme Phones: রিয়েলমির নতুন স্মার্টফোন সিরিজ খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভারতে, কোন ফোন লঞ্চ হবে?
Realme P2 Pro: শোনা যাচ্ছে, ৮ জিবি এবং ১২ জিবি র্যাম নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি পি২ প্রো ফোন। আর থাকতে পারে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ।
Realme Phones: রিয়েলমি পি১ ৫জি (Realme P1 5G) এবং রিয়েলমি পি১ প্রো ৫জি (Realme P1Pro 5G) - এই দুই ফোন ভারতে লঞ্চ হয়েছিল এবছর এপ্রিল মাসে। রিয়েলমি পি১ ৫জি সিরিজের (Realme P1 5G Series) পর এবার ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি পি২ ৫জি সিরিজ (Realme P2 5G Series)। সম্প্রতি ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডসের সার্টিফিকেশন ওয়েবসাইটে (BIS Certification Website) রিয়েলমি পি২ প্রো ফোনের (Realme P2 Pro 5G) নাম দেখা গিয়েছে। আর তা থেকেই অনুমান করা হচ্ছে যে ভারতে রিয়েলমি পি২ ৫জি সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। যদিও নির্দিষ্ট দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
শোনা যাচ্ছে, সর্বোচ্চ ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ থাকতে পারে রিয়েলমি পি২ প্রো ফোনে। অনুমান, রিয়েলমি পি২ প্রো ফোন আগামী ২৯ অগস্ট লঞ্চ হতে পারে ভারতে। তবে রিয়েলমি সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, ৮ জিবি এবং ১২ জিবি র্যাম নিয়ে লঞ্চ হতে পারে রিয়েলমি পি২ প্রো ফোন। আর থাকতে পারে ১২৮ জিবি, ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ। সবুজ এবং ধূসর রঙে এই ফোন ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা গিয়েছে, ভারতে রিয়েলমি পি২ সিরিজের প্রো মডেলের দাম ২০ হাজার টাকার আশপাশে হতে পারে। তবে রিয়েলমি পি২ প্রো মডেলের নির্দিষ্ট দাম প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
রিয়েলমি ১৩ ৫জি সিরিজ
ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজ। রিয়েলমি সংস্থা জানিয়েছে, এই সিরিজ ভারতে লঞ্চ হবে আগামী ২৯ অগস্ট, দুপুর ১২টায়। রিয়েলমি ১৩ এবং রিয়েলমি ১৩ প্লাস- এই দুই ফোন লঞ্চ হওয়ার কথা রয়েছে রিয়েলমি ১৩ ৫জি সিরিজের মধ্যে। রিয়েলমি ১২ এবং রিয়েলমি ১২ প্লাস- এই দুই ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হবে ওই দুই ফোন। এক্স মাধ্যমে রিয়েলমি সংস্থা তাদের নতুন স্মার্টফোন সিরিজের ভারতে লঞ্চ প্রসঙ্গে ঘোষণা করেছে। ভারতে লঞ্চের পর রিয়েলমি ১৩ সিরিজের ফোন কেনা যাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট, ফ্লিপকার্ট এবং অফলাইন স্টোর থেকে।
আরও পড়ুন- ভারতে চাহিদা বাড়ছে ৫জি ফোনের, সস্তায় নতুন মডেল আনছে ইনফিনিক্স, কী কী ফিচার থাকবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।