Realme Phones: রিয়েলমির নতুন ৫জি ফোন হাজির ভারতে, কেনা যাবে ১৫ হাজারের কমেই, কী কী ফিচার রয়েছে?
Realme P4x 5G: এই ফোনে ইউজাররা পাবেন ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে।

Realme Phones: রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। রিয়েলমি 'পি' সিরিজের এই ফোনে ৭০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট রয়েছে। এর সঙ্গে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টও পাবেন ইউজাররা। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা চিপসেট। এর সঙ্গে সর্বোচ্চ ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এই ফোনে ইউজাররা পাবেন ৬.৭২ ইঞ্চির ডিসপ্লে। এছাড়াও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল ও ধুলোয় এই ফোন সহজে নষ্ট হবে না।
রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনের দাম ভারতে কত
এই ফোনের ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,৪৯৯ টাকা। এই ফোনের ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৬,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১৭,৯৯৯ টাকা। ম্যাট সিলভন, এলিগেন্ট পিঙ্ক এবং লেক গ্রিন- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন। এই ফোনের বেস মডেল অর্থাৎ ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল পাওয়া যাবে বেশ কিছুটা কম দামে। ছাড় যুক্ত হয়ে এই ভ্যারিয়েন্টের দাম ১৩,৪৯৯ টাকা। অর্থাৎ ২০০০ টাকা ছাড় রয়েছে। আগামী ১২ ডিসেম্বর থেকে শুরু হবে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনের। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি অনলাইন স্টোর থেকে।
রিয়েলমি পি৪এক্স ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে, দেখে নিন একনজরে
- এই ফোনের ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে। দুটিই ন্যানো সিম। ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত এলসিডি প্যানেল রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ।
- একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৪০০ আলট্রা চিপসেটের সাহায্যে পরিচালিত হবে রিয়েলমি পি৪এক্স ৫জি ফোন। এই ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ সর্বোচ্চ ৮ জিবি। ভার্চুয়াল ভাবে তা ১৮ জিবি পর্যন্ত পর্যন্ত বাড়ানো সম্ভব।
- এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোন ঠান্ডা করার জন্য রয়েছে কুলিং ভেপার চেম্বার।






















