(Source: ECI/ABP News/ABP Majha)
Realme Pad 2: ভারতে আসছে রিয়েলমির নতুন ট্যাব, কবে লঞ্চ হতে পারে? রইল সম্ভাব্য ফিচার
Realme Smartphone: শোনা যাচ্ছে, ধূসর এবং সবুজ রঙের শেডে এই ট্যাব লঞ্চ হতে পারে। এই ট্যাবের জন্য প্রি-বুকিং শুরু হতে চলেছে ২৬ জুলাই থেকে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ট্যাবে।
Realme Pad 2: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে রিয়েলমি প্যাড ২ (Realme Pad 2)। এর আগে ২০২১ সালে লঞ্চ হয়েছিল রিয়েলমি প্যাড। তারই সাকসেসর হিসেবে আসতে চলেছে নতুন ট্যাবের মডেল। রিয়েলমি সি৫৩ ফোনের সঙ্গে এই নতুন ট্যাব ভারতে লঞ্চের সম্ভাবনা রয়েছে। আগামী ১৯ জুলাই রিয়েলমির এই দুই প্রোডাক্ট লঞ্চের কথা রয়েছে ভারতে। জনপ্রিয় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই ট্যাব কেনা যাবে। দুটো রঙে রিয়েলমি প্যাড ২ লঞ্চ হতে পারে দেশে। এই ডিভাইসে একটি ১১.৫ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকার কথা জানা গিয়েছে। এছাড়াও রিয়েলমি প্যাড ২ ট্যাবে একটি ৮৩৬০ এমএএইচ ব্যাটারি এবং ৩৩ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে।
শোনা যাচ্ছে, ধূসর এবং সবুজ রঙের শেডে এই ট্যাব লঞ্চ হতে পারে। এই ট্যাবের জন্য প্রি-বুকিং শুরু হতে চলেছে ২৬ জুলাই থেকে। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে এই ট্যাবে। গোলাকার ক্যামেরা মডিউলে সেনসর সজ্জিত থাকতে পারে। রিয়েলমি প্যাড ২ ট্যাবে একটি মিডিয়াটেক হেলিও জি৯৯ প্রসেসর থাকার সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। ইউএসবি টাইপ-সি দিয়ে চার্জ দেওয়া যাবে এই ট্যাবে। Realme UI 4.0 out-of-the-box - এর সাপোর্ট থাকতে পারে রিয়েলমি ট্যাব ২ মডেলে।
রিয়েলমি সি৫৩ ফোন
রিয়েলমির নতুন স্মার্টফোন লঞ্চ হতে চলেছে ভারতে। এবার লঞ্চ হবে রিয়েলমি 'সি' সিরিজের (Realme C Series) একটি ফোন। জানা গিয়েছে, আগামী ১৯ জুলাই ভারতে লঞ্চ হতে চলেছে রিয়েলমি সি৫৩ (Realme C53)। মালয়েশিয়ায় এই ফোন ইতিমধ্যেই লঞ্চ হয়েছে। এবার আসছে ভারতে। তবে দুই ভ্যারিয়েন্টের মধ্যে মিল থাকবে না বলেই শোনা গিয়েছে। রিয়েলমি সি৫৩ ফোন আগামী ১৯ জুলাই ভারতীয় সময় দুপুর ১২টায় লঞ্চ হতে চলেছে। এই ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। বলা হচ্ছে, এই ফোনে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে চলেছে। এছাড়াও ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে রিয়েলমি সি৩৫ ফোনে। এই ফোনে থাকতে পারে একটি ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। রিয়েলমির আসন্ন ফোনে ৬ জিবি র্যাম থাকতে পারে। এছাড়াও ১২৮ জিবি ইনবিল্ড স্টোরেজ থাকতে পারে যা মাইক্রো এসডি কার্ডের ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব।