Realme Phones: রিয়েলমি জিটি ৭ প্রো ফোন ভারতে লঞ্চ হতে পারে কবে? কী কী ফিচার থাকতে পারে এই ফোনে?
Realme GT 7 Pro: রিয়েলমির এই ফোন আগে লঞ্চ হবে চিনে। তারপর ভারতে। রিয়েলমি জিটি ৫ প্রো ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন। ভারতে যদিও রিয়েলমি জিটি ৫ প্রো ফোন লঞ্চ হয়নি।
Realme Phones: ভারতে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন (Realme GT 7 Pro) লঞ্চ হবে একথা কিছুদিন আগেই নিশ্চিত ভাবে জানিয়েছেন রিয়েলমি সংস্থার ভাইস প্রেসিডেন্ট Chase Xu। তবে এই ফোন প্রথমে চিনে লঞ্চ হবে এবং তারপরে বিশ্বের অন্যান্য দেশে লঞ্চ হবে। সেই সময় অন্যান্য দেশের মতো ভারতেও এই ব্র্যান্ডের ফোন লঞ্চ হবে। বিগত কয়েকদিনে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন সম্পর্কে একাধিক সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। ফোনের ডিজাইন, ফিচার, রং সব নিয়েই বাড়ছে আগ্রহ। রিয়েলমি জিটি ৫ প্রো (Realme GT 5 Pro) ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন। ভারতে যদিও রিয়েলমি জিটি ৫ প্রো ফোন লঞ্চ হয়নি। তবে রিয়েলমি জিটি ৭ প্রো ভারতে লঞ্চ হবে বলে জানিয়েছে সংস্থা।
ভারতে কবে লঞ্চ হতে পারে রিয়েলমি জিটি ৭ প্রো ফোন
আগেই আভাস পাওয়া গিয়েছিল এই ফোন লঞ্চ হতে পারে এবছরের একদম শেষভাগে। রিয়েলমি জিটি ৫ প্রো ২০২৩ সালের অর্থাৎ গতবছর ডিসেম্বর মাসেই লঞ্চ হয়েছিল। সেই অনুসারেই অনুমান করা হচ্ছে সাকসেসর মডেল রিয়েলমি জিটি ৭ প্রো ফোনও এবছর অর্থাৎ ২০২৪ সালের শেষভাগে দেশে লঞ্চ হতে পারে।
রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে, দেখে নিন একনজরে
- এই ফোনে একটি 1.5K 8T LTPO OLED ডিসপ্লে থাকতে পারে।
- রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে ৫০ মেগাপিক্সেলের পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। এই ক্যামেরা সেনসরে থ্রি এক্স অপটিকাল জুম সাপোর্ট পাওয়া যাবে।
- ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকতে পারে রিয়েলমি জিটি ৭ প্রো ফোনে।
- এই ফোনে একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৪ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১৬ জিবি র্যাম এবং ১ টিবি পর্যন্ত অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকতে পারে।
- আলট্রাসোনিক ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে এই ফোনে। ইউজারদের নিরাপত্তার জন্য থাকবে এই ফিচার। এর মাধ্যমে একদম নিখুঁত ফিঙ্গারপ্রিন্ট না হলে ফোন আনলক করা সম্ভব হবে না।
আরও পড়ুন- গ্লোবাল মার্কেটে আসছে পোকো সংস্থার নতুন ৪জি ফোন, কবে লঞ্চ? কোন ফোন লঞ্চ হবে?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।