Jio Emergency Data loan : গ্রাহকদের সুবিধার্থে ‘এমার্জেন্সি ডেটা লোন’ পরিষেবা আনল জিও
জিওর এবার নয়া ধামাকা। গ্রাহকের জন্য এবার নতুন ডেটা পরিষেবা নিয়ে এল জিও। মুকেশ আম্বানির টেলিকম সংস্থা নিয়ে এল ‘এমার্জেন্সি ডেটা লোন’ সুবিধে। সেক্ষেত্রে আগে রিচার্জ করে পরে টাকা দিতে পারবেন গ্রাহকরা।
মুম্বই : গ্রাহকদের জন্য এবার নতুন পরিষেবা নিয়ে এল জিও। গ্রাহকদের কথা ভেবে মুকেশ আম্বানির টেলিকম সংস্থা লঞ্চ করল ‘এমার্জেন্সি ডেটা লোন’ সুবিধে। যে পরিষেবার মাধ্যমে এখন জিও ডেটা শেষ হয়ে গেলেও গ্রাহকদের এমার্জেন্সি পরিস্থিতিতে ডেটা লোন দেবে। জিও ব্যবহারকারী গ্রাহকরা তাঁদের হাই স্পিড ডেটা শেষ হয়ে যাওয়ার পর সেই মুহূর্তে যদি নেট রিচার্জ করতে না পারেন, তাঁদের জন্যই জরুরি ভিত্তিতে ডেটা লোন দেবে জিও। সবসময় ইন্টারনেট ব্যবহার করার জন্য মুহূর্তের মধ্যে টাকা খরচ করে নেট প্যাক ভরানো সম্ভব হয় না, এই অসুবিধের কথা মাথায় রেখেই এই নতুন পরিষেবার বিষয় ভাবনা চিন্তা করেছে জিও। সেক্ষেত্রে রিচার্জের পরই টাকা দিতে পারবেন গ্রাহকরা। জিও অ্যাপের মাধ্যমেই এই পরিষেবা পেতে পারেন জিও ব্যবহারকারীরা। এই পরিষেবায় ১ জিবি ডেটা প্যাকের মূল্য ধার্য করা হয়েছে ১১ টাকা। এরকম ৫টি ডেটা লোন প্যাক রয়েছে। যা ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। জিও বিগত কয়েক বছরে গ্রাহকদের জন্য সুলভ মূল্যে বিভিন্ন নেট পরিষেবা নিয়ে এসেছে। সেরকমই একটি পরিষেবা যেমন ১৪৯ টাকার প্রিপেইড প্ল্যান। এই পরিষেবার মাধ্যমে গ্রাহকরা প্রতিদিন ১ জিবি হাই স্পিড ডেটা পেয়ে থাকেন। কিন্তু ডেটা লিমিট শেষ হয়ে যাওয়ার পর যাতে কোনও সমস্যার মুখে না পড়তে হয় আপদকালীন পরিস্থিতে তাই এই নতুন পরিষেবা মার্কেটে নিয়ে আসছে জিও। টেলিকম মার্কেটে প্রতিযোগিতা প্রতিনিয়ত বেড়েই চলেছে। তাই বাজারে অন্যান্য সংস্থাকে টেক্কা দিতেই একের পর এক নতুন পরিষেবা নিয়ে আসছে জিও।
যেভাবে পরিষেবা পেতে পারেন গ্রাহকরা
- মাই জিও অ্যাপ থেকে ‘মেনু’ বাটনে ক্লিক করতে হবে।
- এরপর ‘এমার্জেন্সি ডেটা লোন’ অপশনে ক্লিক করুন।
- এমার্জেন্সি ডেটা লোন ব্যানারে ঢুকে ‘প্রসিড’ অপশন নির্বাচন করুন।
- ‘গেট এমার্জেন্সি ডেটা’ অপশনে যান।
- ‘অ্যাক্টিভেট নাও’ অপশনে ক্লিক করুন।
- এরপরই ‘এমার্জেন্সি ডেটা লোন’ পরিষেবা পেয়ে যাবেন গ্রাহকরা।