Redmi 11 Prime 5G: ভারতে আসছে রেডমি ১১ প্রাইম ৫জি ফোন, কবে লঞ্চ?
Redmi Smartphone: রেডমির নতুন ৫জি বাজেট ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। দাম কত হতে পারে?
Redmi 11 Prime 5G: রেডমি (Redmi) সংস্থা জানিয়েছে তাদের নতুন বাজেট ফোন (Budget Phone) রেডমি ১১ প্রাইম ৫জি (Redmi 11 Prime 5G) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৬ সেপ্টেম্বর। ইতিমধ্যেই এই ফোনের সম্ভাব্য কিছু স্পেসিফিকেশন প্রকাশ্যে এসেছে। যেহেতু রেডমি সংস্থার আসন্ন এই ফোন বাজেট সেগমেন্টে লঞ্চ হবে বলে শোনা গিয়েছে, অর্থাৎ এই ফোনের দাম আমজনতার সাধ্যের মধ্যেই থাকবে বলে মনে করা হচ্ছে। এবার দেখে নেওয়া যাক রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের সম্ভাব্য কিছু ফিচার ও স্পেসিফিকেশন।
রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন ও ফিচার
- শোনা যাচ্ছে, রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট থাকতে পারে।
- এই ফোনে একটি ৬.৫৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে থাকতে পারে। এই ফোন পরিচালিত হতে পারে লেটেস্ট অ্যান্ড্রয়েড ভার্সানের সাহায্যে।
- রেডমির আসন্ন বাজেট ফোনে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ থাকতে পারে। অন্য স্টোরেজ ভ্যারিয়েন্টেও এই ফোন লঞ্চ হতে পারে বলে শোনা যাচ্ছে।
- ক্যামেরা ফিচারের ক্ষেত্রে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনে। সেখানে একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। এছাড়াও একটি ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট শুটার থাকার সম্ভাবনা রয়েছে।
- রেডমির আসন্ন এই বাজেট ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকতে পারে। তার সঙ্গে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচার থাকার সম্ভাবনাও রয়েছে।
- রেডমির এই ৫জি ফোন দুটো রঙে লঞ্চ হতে পারে। শোনা যাচ্ছে, নীল এবং পার্পল রঙে লঞ্চ হতে পারে রেডমি প্রাইম ১১ ৫জি ফোন।
- রেডমি প্রাইম ১০ ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে পারে এই ফোন। এখানে থাকতে পারে একটি ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের সম্ভাব্য দাম
ভারতে রেডমির এই ৫জি ফোনের দাম ২০ হাজার টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। তবে নির্দিষ্ট ভাবে রেডমি ১১ প্রাইম ৫জি ফোনের দাম সম্পর্কে কিছু জানা যায়নি। অনুমান লঞ্চের আগে ফোনের দাম প্রকাশ্যে আনবে রেডমি সংস্থা। কী কী র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে ভারতে রেডমি ১১ প্রাইম ৫জি ফোন লঞ্চ হতে পারে তাও জানা যায়নি। তবে বেস ভ্যারিয়েন্টের দাম ২০ হাজার টাকার মধ্যে থাকবে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন- ওপ্পো এ৫৭ই ফোন লঞ্চ হল ভারতে, দাম কত, কী কী ফিচার-স্পেসিফিকেশন রয়েছে?