Redmi Phone: ১০ হাজার টাকার কম দামে ৫জি ফোন, ভারতে কবে আসছে রেডমি এ৪ ৫জি ফোন ?
Redmi A4 5G: শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে রেডমি এ৪ ৫জি ফোন। এই মডেলে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট।
Redmi Phone: নভেম্বর মাসেই ভারতে আসছে নতুন রেডমি ফোন। এটি একটি ৫জি ফোন (Redmi A4 5G) হতে চলেছে। রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। আগামী ২০ নভেম্বর এই ফোন দেশে লঞ্চ হবে। এক্স পোস্টে শাওমি ইন্ডিয়া (Xiaomi India) আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চের কথা। কালো এবং সাদা- এই দুই রঙে লঞ্চ হতে চলেছে রেডমির নতুন ৫জি ফোন। ভারতে লঞ্চের পর ফোন নির্মাণকারী সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট অর্থাৎ শাওমি ইন্ডিয়ার ওয়েবসাইট এবং ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে কেনা যাবে রেডমি এ৪ ৫জি ফোন। এই মডেলে থাকবে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ চিপসেট।
আনুষ্ঠানিক লঞ্চের আগে রেডমি এ৪ ৫জি ফোনের সম্ভাব্য ফিচার, ডিজাইন এবং দাম- জেনে নিন
- রেডমি এ৪ ৫জি ফোনে থাকতে চলেছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪এস জেন ২ প্রসেসর। বিশ্বে এই প্রথম কোনও ফোন লঞ্চ হবে যেখানে এই চিপসেট থাকবে।
- ৬.৮৮ ইঞ্চির ডিসপ্লে থাকবে রেডমির এই ফোনে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
- রেডমি এ৪ ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকবে।
- ফোনের ব্যাক প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল থাকবে একদম মাঝ-বরাবর।
- ডুয়াল টোন ফিনিশে রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে চলেছে।
- অ্যান্ড্রয়েড ১৪ এবং HyperOS 1.0 - এর সাপোর্টে পরিচালিত হবে রেডমির এই ফোন।
- ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকতে চলেছে রেডমি এ৪ ৫জি ফোন।
- ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব। ফোনের সাইডের অংশে থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
রেডমি এ৪ ৫জি ফোনের দাম ভারতে ১০ হাজার টাকা কম হবে বলেই অনুমান করা হয়েছে। বেস ভ্যারিয়েন্টের দামই এতটা কম হবে। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে রেডমি এ৪ ৫জি ফোন ভারতে লঞ্চ হতে পারে। অনুমান, এই ভ্যারিয়েন্টের দাম ৮৪৯৯ টাকা হতে পারে। তবে শাওমি ইন্ডিয়া আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেছে।
আরও পড়ুন- নতুন বছরের শুরুতেই ভারতে আসছে রিয়েলমির নতুন স্মার্টফোন সিরিজ, কী কী ফোন লঞ্চ হতে পারে ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।