Redmi Buds 3 Lite: শুরুতেই ৫০০ টাকা ছাড়, ভারতে লঞ্চ হল রেডমি বাডস ৩ লাইট, দেখুন এই ইয়ারবাডসের দাম
Earbuds: রেডমি কে৫০আই ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে রেডমি বাডস ৩ লাইট ইয়ারবাডস। দেখে নিন বিভিন্ন দাম ও ফিচার।
Redmi Buds 3 Lite: রেডমি কে৫০আই ফোনের সঙ্গে ভারতে লঞ্চ হয়েছে রেডমি বাডস ৩ লাইট (Redmi Buds 3 Lite) ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS Earphone) ইয়ারফোন। শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই ইয়ারবাড একটি IP54 রেটিং প্রাপ্ত Dust and Water Resistant ডিভাইস। রেডমি বাডস ৩- এ রয়েছে ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি। ভারতে এই ইয়ারফোনের দাম ১৯৯৯ টাকা। কালো রঙে এই ইয়ারবাডস লঞ্চ হয়েছে দেশে। বিক্রি শুরু হবে আগামী ৩১ জুলাই থেকে। কেনা যাবে অ্যামাজন Mi.com এবং Mi Home Stores থেকে। বিক্রি শুরুর প্রথম ৪৮ ঘণ্টায় এই ইয়ারবাডস কেনা যাবে ১৪৯৯ টাকায়। গত বছর চিনে লঞ্চ হয়েছিল রেডমির এই ইয়ারফোন। এবার লঞ্চ হল ভারতে।
রেডমি বাডস ৩ লাইট ইয়ারবাডসের বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন দেখে নিন
- ১। এই ইয়ারবাডসে রয়েছে একটি ইন-ইয়ার ডিজাইন। রেডমি এই প্রথম কোনও ডবল টায়ার সিলিকন ইয়ারবাডস লঞ্চ করেছে। সহজেই ইউজারদের কাবে ফিট করে যাবে ইয়ারবাডস। এখানে রয়েছে ৬ মিলিমিটার ড্রাইভার। সেগুলো শাওমি সাউন্ড ল্যাবের মাধ্যমে টিউন করা হয়েছে।
- ২। এই ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ভি ৫.২ কানেক্টিভিটি এবং এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন (ENC) ফিচার। এর সাহায্যে ক্লিয়ার কলিং এক্সপিরিয়েন্স আপাবেন ইউজাররা।
- ৩। একবার চার্জ দিলে চার্জিং কেস ছাড়া ৫ ঘণ্টা পর্যন্ত এবং চার্জিং কেস সমেত ১৮ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ বা প্লে টাইম পাওয়া যাবে এই ইয়ারবাডসে। কানেক্টিভিটি এবং ব্যাটারি স্টেটাস বোঝানোর জন্য দুটো ইয়ারবাডস এবং চার্জিং কেসে রয়েছে LED ইন্ডিকেটর।
- ৪। এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারবাডস একটি IP54 রেটিং প্রাপ্ত Dust and Water Resistant ডিভাইস। এর ওজন ৩৫ গ্রাম।
চলতি বছর শুরুর দিকে চিনে লঞ্চ হয়েছিল রেডমি নোট ১১টি প্রো। এই ফোনেরই রিব্র্যান্ডেড ভার্সান রেডমি কে৫০আই। সেটাই এবার লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৫,৯৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ মডেলের দাম ২৮,৯৯৯ টাকা।
আরও পড়ুন- ভারতে আইকিউওও ৯টি ৫জি ফোন লঞ্চের সম্ভাব্য দিনক্ষণ ফাঁস, জেনে নিন সম্ভাব্য দামও