Redmi Phones: নতুন বছরেই ভারতে আসছে রেডমির নয়া ৫জি ফোন, দাম কত হতে পারে?
Redmi Note 15 5G: লঞ্চের পর রেডমির এই ফোন অনলাইনে কেনা যাবে অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে।

Redmi Phones: রেডমি নোট ১৫ ৫জি ফোন আসছে ভারতে। লঞ্চের আগে জানা গেল ফোনের সম্ভাব্য র্যাম ও স্টোরেজ কনফিগারেশন। আভাস পাওয়া গেল দাম সম্পর্কেও। লঞ্চের পর রেডমির এই ফোন অনলাইনে কেনা যাবে অ্যামাজন এবং শাওমি ইন্ডিয়া অনলাইন স্টোর থেকে। আগামী ৬ জানুয়ারি এই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
রেডমি নোট ১৫ ৫জি ফোনের দাম এবং স্পেসিফিকেশন (সম্ভাব্য)
এক্স পোস্টে টিপস্টার অভিষেক যাদব জানিয়েছেন, রেডমি নোট ১৫ ৫জি ফোন ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হতে পারে যার দাম ২২,৯৯৯ টাকা হতে পারে। এছাড়াও এই ফোন লঞ্চ হতে পারে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে, যার দাম হতে পারে ২৪,৯৯৯ টাকা। রেডমি সংস্থা যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও এই ফোনের র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট এবং দাম সম্পর্কে কিছু ঘোষণা করেনি।
রেডমি নোট ১৫ ৫জি ফোন লঞ্চ হতে পারে কালো, গ্লেসিয়ার ব্লু, মিস্ট পার্পল- এই তিন রঙে। এই ফোনে ৬.৭৭ ইঞ্চির Curved AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। ভেজা হাতে, ভেজা আঙুলেও যাতে ফোনের স্ক্রিন ধরলে তা কাজ করে সেই জন্য এই ডিসপ্লের উপর রয়েছে Hydro Touch 2.0- এর সাপোর্ট। চোখের জন্যেও এই ডিসপ্লে আরামদায়ক হবে, কারণ এখানে থাকতে চলেছে TUV Triple Eye Care সার্টিফিকেশন সাপোর্ট। এই ফোন একটি dust and water resistance ডিভাইস, অর্থাৎ ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না এই ফোন।
কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ জেন ৩ চিপসেট থাকতে চলেছে রেডমি নোট ১৫ ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ৫৫২০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এর সঙ্গে ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকারও সম্ভাবনা রয়েছে। এই ফোনের ব্যাটারিতে একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে ইউজাররা এই ফোন ব্যবহার করতে পারবেন প্রায় দেড়দিন কিংবা তার থেকেও কিছুটা বেশি সময়। রেডমি নোট ১৫ ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা শোনা গিয়েছে। এর সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার সাপোর্ট যুক্ত থাকতে পারে। এই ফোনের ক্যামেরার সাহায্যে 4K রেজোলিউশনের ঝকঝকে ভিডিও তোলা যাবে বলেও জানা গিয়েছে।






















