Redmi Pad SE: রেডমির নতুন ট্যাবে রয়েছে ১১ ইঞ্চির স্ক্রিন, কেনা যাবে ১৫ হাজার টাকার কমেই, কী কী ফিচার রয়েছে?
Redmi Tab: গ্রাফাইট গ্রে, ল্যাভেন্ডার পার্পল এবং মিন্ট গ্রিন- এই তিন রঙে ভারতে কেনা যাবে রেডমি প্যাড এসই ট্যাব। ই-কমার্স সংস্থা অ্যামাজন, ফ্লিপকার্ট এবং শাওমির রিটেল স্টোর থেকে এই ট্যাব কেনা যাবে।
Redmi Pad SE: ভারতে নতুন ট্যাব (Redmi Tablet) লঞ্চ করেছে শাওমির সাব-ব্র্যান্ড রেডমি। এবার লঞ্চ হয়েছে রেডমি প্যাড এসই (Redmi Pad SE) মডেল। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬৮০ চিপ রয়েছে এই ট্যাবে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি ইনবিল্ট স্টোরেজ। রেডমি প্যাড এসই মডেলের বডি তৈরি হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালয় দিয়ে। ১১ ইঞ্চির একটি এলসিডি স্ক্রিন রয়েছে এই ট্যাবে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। অ্যাড্রয়েড ১৩ বেসড MIUI Pad 14- এর সাহায্যে পরিচালিত হবে রেডমি প্যাড এসই মডেল। এই ট্যাবে রয়েছে একটি ৮০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট। ইউএসবি টাইপ-সি পোর্টের সাহায্যে এই ট্যাবে চার্জ দেওয়া সম্ভব হবে।
ভারতে রেডমি প্যাড এসই- এই ট্যাবের দাম কত, কী কী রঙে কেনা যাবে, কোথা থেকে কিনতে পারবেন
রেডমি প্যাড এসই ট্যাবের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১২,৯৯৯ টাকা। অন্যদিকে এই ট্যাবের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা। আর ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। গ্রাফাইট গ্রে, ল্যাভেন্ডার পার্পল এবং মিন্ট গ্রিন- এই তিন রঙে ভারতে কেনা যাবে রেডমি প্যাড এসই ট্যাব। ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়া, ফ্লিপকার্ট ইন্ডিয়া এবং শাওমির রিটেল স্টোর থেকে এই ট্যাব কেনা যাবে। আইসিআইসি ব্যাঙ্কের ক্রেডিট এবং ডেবিট কার্ডে এই ট্যাব কিনলে ১০০০ টাকা ইনস্ট্যান্ট ছাড় পাবেন ক্রেতারা।
রেডমি প্যাড এসই ট্যাবে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- এই ট্যাবে রয়েছে ৮ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর। আর ট্যাবের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
- এই ট্যাবের ফ্রন্ট ক্যামেরা সেনসর ট্যাবটি আনলক করার জন্যেও ব্যবহার করা যাবে বলে দাবি করেছে রেডমি সংস্থা।
- এই ট্যাবে রয়েছে ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই সাপোর্ট। এছাড়াও রয়েছে ব্লুটুথ ৫.০ কানেক্টিভিটি।
- একটি ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক রয়েছে রেডমি প্যাড এসই মডেলে।
- এই ট্যাবে একটি ভার্চুয়াল অ্যাম্বিয়েন্ট লাইট সেনসর, আক্সিলেরোমিটার এবং একটি হল সেনসর সাপোর্ট রয়েছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।