Redmi Smartwatch: ভারতে আসছে রেডমির নতুন স্মার্টওয়াচ, একবার চার্জে চলবে কতদিন?
Redmi Watch 5 Lite: হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন এবং ব্লাড অক্সিজেন স্যাচুরেশন রেট অর্থাৎ SpO2 পরিমাপ করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে।
Redmi Smartwatch: রেডমি ওয়াচ ৫ লাইট (Redmi Watch 5 Lite)- শাওমির (Xiaomi) সাব-ব্র্যান্ড রেডমির এই নতুন স্মার্টওয়াচ (Smartwatch) ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ২৫ সেপ্টেম্বর, দুপুর ১২টায়। এই স্মার্টওয়াচে থাকতে চলেছে ১.৯৬ ইঞ্চির AMOLED স্ক্রিন। এর পাশাপাশি থাকবে ব্লুটুথ কলিং পরিষেবাও। তার ফলে ফোন এবং স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে ফোনে কল এলে কথা বলার জন্য ফোন ব্যবহার না করলেও হবে, স্মার্টওয়াচের সাহায্যেই ফোনে কথা বলা যাবে। ভয়েস অ্যাসিসট্যান্ট অ্যালেক্সার সাপোর্ট থাকবে রেডমির আসন্ন স্মার্টওয়াচে। এছাড়াও জানা গিয়েছে, এই স্মার্টওয়াচ একটি 5ATM ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচ। একবার পুরো চার্জ দিলে এই স্মার্টওয়াচ ১৮ দিন পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছে রেডমি সংস্থা। কালো বেজ - এই দুই রঙে ভারতে লঞ্চ হতে চলেছে রেডমি ওয়াচ ৫ লাইট মডেল। একটি চৌকো আকৃতির ডিসপ্লে থাকতে চলেছে এই স্মার্টওয়াচে। এখনও রেডমির এই স্মার্টওয়াচের দাম সম্পর্কে কিছু জানা যায়নি।
রেডমি ওয়াচ ৫ লাইট স্মার্টওয়াচে কী কী ফিচার থাকতে পারে একনজরে দেখে নিন
- শাওমির HyperOS ইন্টারফেসের সাহায্যে পরিচালিত হবে এই স্মার্টওয়াচ। ভয়েস কম্যান্ড সাপোর্ট থাকবে এই ডিভাইস।
- হার্ট রেট অর্থাৎ হৃদস্পন্দন এবং ব্লাড অক্সিজেন স্যাচুরেশন রেট অর্থাৎ SpO2 পরিমাপ করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে।
রেডমি ওয়াচ ৫ অ্যাক্টিভ, চলতি বছরেই দেশে লঞ্চ হয়েছে এই স্মার্টওয়াচ, দেখে নিন দাম এবং ফিচার
শাওমির সাব-ব্র্যান্ড রেডমির এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছিল অগস্ট মাসে। দাম ছিল ২৭৯৯ টাকা। ম্যাট সিলভার এবং মিডনাইট ব্ল্যাক শেডে এই স্মার্টওয়াচ লঞ্চ হয়েছিল। এটিও একটি ওয়াটার রেজিসট্যান্ট ওয়ারেবল ডিভাইস। এই স্মার্টওয়াচে রয়েছে ২ ইঞ্চির ডিসপ্লে। ব্লুটুথ কলিং পরিষেবা রয়েছে এই স্মার্টওয়াচেও। এর সঙ্গে রয়েছে ২০০- র বেশি ওয়াচ ফেসের সুবিধা। একবার পুরো চার্জ দিলে এই স্মার্টওয়াচও চলে ১৮ দিন।
আরও পড়ুন- ইউজারদের জন্য নতুন চমক, এবার কোন প্রোডাক্ট লঞ্চ করতে চলেছে নাথিং সংস্থা?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।