SACHET App: যে কোনও বিপর্যয়ের আগাম সতর্কতা দেবে, দেবে আবহাওয়ার আপডেট; এই অ্যাপের কথা জানালেন মোদি- ডাউনলোড করেছেন ?
SACHET App Feature: এই অ্যাপে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেমন কী করবেন, কী করবেন না; হেল্পলাইন নম্বর, ক্ষতিগ্রস্ত এলাকা, স্যাটেলাইট রিসিভার কানেক্টিভিটি সম্পর্কে জানান দেয় আমাদের।

Mann Ki Baat: আজ রবিবার ২৬ এপ্রিল দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর 'মন কি বাত' অনুষ্ঠানে একটি নতুন মোবাইল অ্যাপের কথা বলেছেন। এই অ্যাপের নাম SACHET। এই অ্যাপের মাধ্যমে মূলত যে কোনও ধরনের প্রাকৃতিক বিপর্যয় সংক্রান্ত সতর্কতা জারি করা হয় নির্দিষ্ট এলাকা ভিত্তিতে। অর্থাৎ আপনার ফোনে এই অ্যাপ ডাউনলোড করে রাখলে আপনার এলাকায় কোনও বিপর্যয়ের আশঙ্কা থাকলে তাতে আপনাকে সতর্ক করে দেওয়া হবে। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির পক্ষ থেকে নাগরিকদের রিয়েল টাইম, জিও-টার্গেটেড সতর্কবার্তা দেওয়া হয়ে থাকে এই অ্যাপের মাধ্যমে। ব্যবহারকারীরা তাদের বর্তমান লোকেশনের জন্য সতর্কবার্তা পাবেন এবং ভারতের যে কোনও রাজ্যে বা যে কোনও শহরে এই অ্যাপ কাজ করবে।
এই SACHET মোবাইল অ্যাপটি সম্ভাব্য দুর্যোগ পরিস্থিতি সম্পর্কে জনসাধারণকে সতর্ক করার জন্য অনুমোদিত সরকারি সোর্স এবং কর্তৃপক্ষের সহায়তা নিয়ে থাকে। এছাড়াও এই অ্যাপে আপনি প্রতিদিনের আবহাওয়ার আপডেটের জন্য ভারতীয় আবহাওয়া বিভাগ বা আইএমডি থেকে আবহাওয়ার প্রতিবেদন ও পূর্বাভাস প্রদান করে।
এই অ্যাপে অনেক গুরুত্বপূর্ণ তথ্য যেমন কী করবেন, কী করবেন না; হেল্পলাইন নম্বর, ক্ষতিগ্রস্ত এলাকা, স্যাটেলাইট রিসিভার কানেক্টিভিটি সম্পর্কে জানান দেয় আমাদের। অনুবাদের মাধ্যমে এই অ্যাপটি ১২টি আলাদা আলাদা ভারতীয় ভাষায় ব্যবহার করা যাবে। এমনকী এতে রয়েছে রিড-আউট ফেসিলিটিও।
প্রতি মাসে একবার করে জনগণের উদ্দেশ্যে একটি বক্তব্য রাখেন নরেন্দ্র মোদি এই 'মন কি বাত' অনুষ্ঠানে। আজকের এই বক্তব্যে মোদি বলেন, 'আপনার মোবাইলে একটি বিশেষ অ্যাপ থেকে আপনি এখন যে কোনও বিপর্যয়ের সতর্কবার্তা পাবেন। এই অ্যাপটি আপনাকে প্রাকৃতিক দুর্যোগে আটকে পড়া থেকে বাঁচাতে পারে'।
তিনি আরও বলেন যে বন্যা হোক বা সাইক্লোন, ভূমিধ্বস, সুনামি, দাবানল কিংবা ঝড়, হারিকেন, তুষারঝড়, বজ্রপাত- যে কোনও অবস্থাতেই নাগরিকদের সতর্কবার্তা পাঠাবে এই SACHET অ্যাপটি। এই অ্যাপের মাধ্যমে আবহাওয়া দফতরের সম্পর্কে যে কোনও খবর পেতে পারেন সহজেই। আর সবথেকে বিশেষ বিষয়টি হল এই SACHET অ্যাপে আপনার নিজস্ব ভাষাতেই বহু তথ্য পেয়ে যাবেন আপনি। তথ্য মিলবে সমস্ত আঞ্চলিক ভাষাতে।
এই বছর মার্চ মাসেই সরকারের পক্ষ থেকে প্লে স্টোর থেকে বেশ কিছু গ্যাম্বলিং অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে। অনলাইন গেমিং (Online Gambling) যাতে দেশের শিশু-কিশোরদের আসক্ত করতে না পারে সেদিকে খেয়াল রাখা হচ্ছে।






















