Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি ফোনের দাম ভারতে কত, কী কী ফিচার রয়েছে যার জন্য এই ফোন কেনা লাভের
Samsung Galaxy A26 5G: অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন পরিচালিত হবে One UI 7 skin out-of-the-box এর সাহায্যে।

Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনের বিক্রি শুরু হয়েছে ভারতে। এই ফোনে স্যামসাংয়ের নিজস্ব একটি অক্টা-কোর Exynos 1380 প্রসেসর রয়েছে। এর সঙ্গে যুক্ত রয়েছে ৮ জিবি র্যাম। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন পরিচালিত হবে One UI 7 skin out-of-the-box এর সাহায্যে। ৬ বছরের জন্য অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম আপগ্রেড পাবেন ক্রেতারা। এছাড়াও থাকছে ৬ বছরের জন্য সিকিউরিটি আপডেটও। স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় খুব সহজে নষ্ট হবে না ফোন।
ভারতে স্যামসাং গ্যালাক্সির এ২৬ ৫জি ফোনের দাম
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ভারতে ২৪,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট, যার দাম দেশে ২৭,৯৯৯ টাকা। কালো, মিন্ট, পিচ পিঙ্ক এবং সাদা রঙে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ৫জি ফোন। বর্তমানে অনলাইনে এই ফোন কেনা যাচ্ছে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট এবং স্যামসাং ইন্ডিয়া ই-স্টোর থেকে। অফলাইনে কোথা থেকে কেনা যাচ্ছে তা এখনও জানা যায়নি।
স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে একনজরে দেখে নিন
- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোনের সামনের স্ক্রিনে এবং ব্যাক প্যানেলে, দু'জায়গাতেই রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন।
- এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে যা অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত। এর সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- স্যামসাং গ্যালাক্সি এ২৬ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই ফোনের ওজন প্রায় ২০০ গ্রাম। কানেক্টিভিটি অপশন হিসেবে স্যামসাং গ্যালাক্সি 'এ' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে ৫জি, ৪জি VoLTE, ডুয়াল ব্যান্ড ওয়াই-ফাই, ব্লুটূথ ৫.৩, জিপিএস, GLONASS, NFC, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এর সাহায্যে ইউজারদের অথেনটিফিকেশন হবে।






















