Samsung Galaxy A52 Launch: নতুন চমক নিয়ে বাজারে আসছে স্যামসংয়ের ফোন
গ্যালাক্সি এ৫২ (Galaxy A52)-র দাম ৩৪৯ ইউরো। ভারতীয় মুদ্রায় যার দাম ২৯ হাজার ৬০০ টাকা। গ্যালাক্সি এ৫২ ৫ জি (Galaxy A52 5G)-র দাম ৪২৯ ইউরো। ভারতীয় মুদ্রায় যার দাম ৩১ হাজার টাকা। তবে ভারতে এই ফোনের দাম কত হবে তা এখনও জানায়নি সংস্থা। গ্যালাক্সি এ সিরিজের ফোনে আছে অ্যান্ড্রয়েড ১১।
কলকাতা: এবার আসছে স্যামসংয়ের নতুন ফোন। গ্যালাক্সি এ সিরিজের ফোন আনছে দক্ষিণ কোরিয়ার সংস্থা। যে তালিকায় আছে গ্যালাক্সি এ৫২ (Galaxy A52) এবং গ্যালাক্সি এ৫২ ৫জি (Galaxy A52 5G)। কালো, নীল, বেগুনী এবং সাদা এই চার রঙে পাওয়া যাবে নতুন ফোন। জানা গিয়েছে, ইতিমধ্যে ইউরোপে বিক্রি শুরু হয়েছে ফোন। তবে ভারতের বাজারে কবে আসবে তা এখনও স্পষ্ট হয়নি। গ্যালাক্সি এ৫২ ৫ জি ফোনে আছে ১২০ এইচ জেড ডিসপ্লে এবং গ্যালাক্সি এ৫২-তে আছে ৯০ এইচ জেড ডিসপ্লে।
জানা গিয়েছে, গ্যালাক্সি এ৫২ (Galaxy A52)-র দাম ৩৪৯ ইউরো। ভারতীয় মুদ্রায় যার দাম ২৯ হাজার ৬০০ টাকা। গ্যালাক্সি এ৫২ ৫ জি (Galaxy A52 5G)-র দাম ৪২৯ ইউরো। ভারতীয় মুদ্রায় যার দাম ৩১ হাজার টাকা। তবে ভারতে এই ফোনের দাম কত হবে তা এখনও জানায়নি সংস্থা। গ্যালাক্সি এ সিরিজের ফোনে আছে অ্যান্ড্রয়েড ১১।
কী কী আছে নতুন দুই ফোনে?
স্যামসং গ্যালাক্সি এ৫২ (Galaxy A52): এই ফোনে আছে ৬.৫ ইঞ্চি এইচ ডি স্ক্রিন। অক্টাকোর এসওসি আছে এই ফোনে ৮ জিবি র্যাম সহ ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি। ফোনে আছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। কোয়াড রেয়ার ক্যামেরার সুবিধাও মিলবে। সঙ্গে ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল সেকান্ডারি সেন্সর, ৫ মেগাপিক্সেল গভীর সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার। পাশাপাশি আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। কানেকটিভিটির জন্য আছে ৪ জি, ওয়াইফাই, ব্লু-টুথ, জিপিএস, ইউএসবি সি পোর্ট।
গ্যালাক্সি এ৫২ ৫ জি (Galaxy A52 5G): ৬.৫ ইঞ্চি এইচ ডি স্ক্রিন যুক্ত ফোনে আছে ১২০ এইচ জেড ডিসপ্লে। ৮ জিবি র্যাম সহ ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি। দুদিন পর্যন্ত ফোনে থাকবে চার্জ। ফোনে আছে ৪৫০০ এমএএইচ ব্যাটারি। ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল সেকান্ডারি সেন্সর, ৫ মেগাপিক্সেল গভীর সেন্সর, ৫ মেগাপিক্সেল ম্যাক্রো শ্যুটার আছে ফোনে। পাশাপাশি আছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।