Samsung Galaxy 5G Phones: বাড়ছে চাহিদা-জনপ্রিয়তা, ভারতে দুই নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং
Smartphones: এক্স মাধ্যমে স্যামসাং সংস্থা ঘোষণা করেছে গ্যালাক্সি এম১৬ ৫জি এবং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোনের ভারতে লঞ্চের কথা।

Samsung Galaxy 5G Phones: ভারতে দুটো নতুন ৫জি ফোন লঞ্চ করতে চলেছে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি সংস্থা তাদের গ্যালাক্সি সিরিজেরই দুটো ৫জি ফোন লঞ্চ করবে বলে জানা গিয়েছে। এই দুই ফোন স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের হতে চলেছে বলে খবর। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি (Samsung Galaxy M16 5G) এবং স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি (Samsung Galaxy M06 5G)- এই দুই ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। যদিও স্যামসাং কর্তৃপক্ষ এখনও এই দুই ফোন ভারতে লঞ্চের নির্দিষ্ট তারিখ এবং সময় ঘোষণা করেনি। তবে স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই দুই ৫জি ফোনের সম্ভাব্য ডিজাইন এবং ফিচার সম্পর্কে কিছুটা আভাস পাওয়া গিয়েছে।
এক্স মাধ্যমে স্যামসাং সংস্থা ঘোষণা করেছে গ্যালাক্সি এম১৬ ৫জি এবং গ্যালাক্সি এম০৬ ৫জি- এই দুই ফোনের ভারতে লঞ্চের কথা। ই-কমার্স সংস্থা অ্যামাজনে এই দুই ফোনের প্রোমোশনার পোস্টার দেখা গিয়েছে। অনুমান লঞ্চের পর এখান থেকেই কেনা যাবে এই দুই ফোন।
স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি ফোনে তিনটি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। অর্থাৎ এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। ফোনের ব্যাক প্যানেলে লম্বালম্বি সাজানো থাকবে এই তিনটি ক্যামেরা সেনসর। ওষুধের ক্যাপস্যুলের মতো দেখতে একটি লম্বাটে পিল শেপের ক্যামেরা মডিউলের মধ্যে সাজানো থাকবে তিনটি ক্যামেরা সেনসর। একটি বড় কাটআউটে থাকবে দুটো ক্যামেরা সেনসর। আলাদা ছোট একটি কাটআউটে থাকবে আরেকটি ক্যামেরা সেনসর। এছাড়াও থাকবে একটি গোলাকার এলইডি ফ্ল্যাশ ইউনিট। এটি অবশ্য সাজানো থাকবে ক্যামেরা মডিউলের বাইরে।
স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনের ব্যাক প্যানেলে একটি লম্বালম্বি পিল শেপের রেয়ার ক্যামেরা মডিউল থাকবে যেখানে সাজানো থাকবে দুটো সেনসর। অর্থাৎ এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকবে। এই ফোনে এবং স্যামসাং গ্যালাক্সি এম১৬ ৫জি, দুই ফোনের ব্যাক প্যানেলেই উপরে বাঁদিকের কোণে সাজানো থাকবে রেয়ার ক্যামেরা মডিউল। আর স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনেও একটি এলইডি ফ্ল্যাশ ইউনিট থাকতে চলেছে। এছাড়াও এই ফোনে MediaTek Dimensity 6300 প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে যুক্ত থাকতে পারে ৮ জিবি। অ্যান্ড্রয়েড ১৪- র সাপোর্ট থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এম০৬ ৫জি ফোনে।






















