Vivo Phones: ভিভোর নতুন ফোনে থাকবে ৫০ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা, কোন ৫জি মডেল আসছে ভারতে?
Vivo T4x 5G: ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে এই ফোনে।

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো- র নতুন ৫জি ফোন। এবার লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে এই ফোনের বেশ কিছু সম্ভাব্য ফিচার ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। জানা গিয়েছে, ভিভো টি৪এক্স ৫জি ফোনে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে। এছাড়াও এই ফোনের ক্যামেরায় অসংখ্য এআই ফিচারের সাপোর্ট থাকবে বলেও শোনা গিয়েছে। মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেটের সাহায্যে ভিভো টি৪এক্স ৫জি ফোন পরিচালিত হতে পারে। ভিভো টি৩এক্স ৫জি ফোনের সাকসেসর মডেল হিসেবে ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪এক্স ৫জি ফোন। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে চলেছে এই ফোনে। সেকেন্ডারি ক্যামেরা সেনসর সম্পর্কে তথ্য জানা যায়নি এখনও।
শোনা যাচ্ছে, ভিভো টি৪এক্স ৫জি ফোনে ৬৫০০ এমএএইচের শক্তিশালী একটি ব্যাটারি থাকতে চলেছে। এর পাশাপাশি শোনা গিয়েছে, ১৫ হাজার টাকার মধ্যেই দাম হবে ভিভোর এই ফোনে। ভারতে লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। এছাড়াও পাবেন ভিভো ইন্ডিয়ার ই-স্টোরে। অফলাইনেও দেশের বিভিন্ন রিটেল স্টোর থেকে এই ফোন কেনা যাবে। প্রন্টো পার্পল এবং মেরিন ব্লু- এই দুই রঙে ভিভো টি৪এক্স ৫জি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সির সস্তা একটি ৫জি ফোন
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। অ্যান্ড্রয়েড ১৫- র সাপোর্টও পাওয়া যাবে স্যামসাং গ্যালাক্সির এই ৫জি ফোনে। চারটি গুরুত্বপূর্ণ অ্যান্ড্রয়েড আপডেটও পাওয়া যাবে এই ফোনে। স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের দাম ১১,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১২,৯৯৯ টাকা। কালো, ধূসর, হাল্কা সবুজ রঙে এই ফোন লঞ্চ হয়েছে। স্যামসাং গ্যালাক্সি এ০৬ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় সহজে নষ্ট হবে না এই ফোন।























