স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনের ক্যামেরা ফিচার কেমন হতে পারে?
Samsung Galaxy: স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং স্যামসাং গ্যালাসি এস২৩ আলট্রা ও স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস এই তিনটি ফোন লঞ্চ হবে স্যামসাং গ্যালাক্সি এস২৩ সিরিজে।
Samsung Galaxy S23 Series: স্যামসাং সংস্থা তাদের গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series) গ্লোবাল মার্কেটে লঞ্চ করবে আগামী বছর। ইতিমধ্যেই এই সিরিজের ফোন সম্পর্কে বেশ কিছু সম্ভাব্য তথ্য প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ (Samsung Galaxy S23) এবং স্যামসাং গ্যালাসি এস২৩ আলট্রা (Samsung Galaxy S23 Ultra) এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস (Samsung Galaxy S23 Plus) এই তিনটি ফোন লঞ্চ হবে এই সিরিজে। অনুমান করা হচ্ছে, স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর থাকতে পারে এই ফোনগুলিতে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ এবং স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস
এই ফোনে থাকতে পারে ৩৯০০ এমএএইচ ব্যাটারি। আগের তুলনায় এই ব্যাটারি বড় এবং শক্তিশালী। এছাড়াও এই ফোনে একটি ৬.১ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস মডেলে একটি ৬.৬ ইঞ্চির ডিসপ্লে থাকতে পারে। এর সঙ্গে শোনা যাচ্ছে, স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফোনে থাকতে পারে ২৫ ওয়াটের চার্জিং সাপোর্ট। এই দুই ফোনেই ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৫০ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসরের সঙ্গে থাকতে পারে ১২ মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ১২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অন্যদিকে স্যামসাং গ্যালাক্সি এস২৩ প্লাস ফোনে ৪৭০০ এমএএইচ ব্যাটারি এবং ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা
চারটি রঙে এই ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে। বেজ, ব্ল্যাক, গ্রিন এবং লাইট পিঙ্ক- এই চার রঙে লঞ্চ হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোন। শোনা যাচ্ছে, এই ফোনে থাকতে পারে একটি ৬.৮ ইঞ্চির QHD+ AMOLED ডিসপ্লে, যার রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে একটি S Pen- এর স্লট থাকতে পারে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ আলট্রা ফোনে থাকতে পারে একটি কোয়াড ক্যামেরা সেটআপ। সেখানে ২০০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা, ১০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা (৩এক্স অপটিকাল জুম সমেত) এবং আরও একটি ১০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স (১০এক্স অপটিকাল জুমের সাপোর্ট) থাকতে পারে। এছাড়াও থাকতে পারে একটি ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট এবং একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি।
আরও পড়ুন- এই আইফোন মডেলটিকে obsolete product- এর তালিকায় যুক্ত করেছে অ্যাপেল, কোন ফোন?