Samsung Galaxy Smartphone: ইলেকট্রিক গাড়ির মতো শক্তিশালী ও আধুনিক ব্যাটারি থাকবে স্মার্টফোনে! কোন সংস্থার মডেলে আসছে এমন ফিচার?
Samsung Galaxy S24 Ultra: ইলেকট্রিক গাড়ির মতো স্ট্যাকিং পদ্ধতি ব্যবহার করা হবে এই ফোনের ব্যাটারির ক্ষেত্রে।
Samsung Galaxy Smartphone: স্যামসাং সংস্থা গ্যালাক্সি এস২৩ সিরিজ (Samsung Galaxy S23 Series) লঞ্চ করেছে চলতি বছর ফেব্রুয়ারি মাসে। এরপর থেকেই নেক্সট জেনারেশন গ্যালাক্সি এস ফ্ল্যাগশিপ স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন কথা শোনা যাচ্ছে বাজারে। শোনা যাচ্ছে, দক্ষিণ কোরিয়ার সংস্থা এবার স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজ (Samsung Galaxy S24 Series) লঞ্চ করতে চলেছে। ২০২৪ সাল অর্থাৎ আগামী বছর এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে পারে আনুষ্ঠানিক ভাবে। এই স্মার্টফোন সিরিজে থাকতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোন (Samsung Galaxy S24 Ultra)। এই ফোনে ইলেকট্রিক ভেহিকেল অর্থাৎ ইলেকট্রিক যানবাহনে যে ধরনের ব্যাটারি থাকে সেই অত্যাধুনিক ব্যাটারি প্রযুক্তি থাকতে পারে। এর ফলে ফোনের ব্যাটারি লাইফ ভাল হবে। অর্থাৎ অনেকক্ষণ চার্জ বজায় থাকবে ফোনে। স্যামসাং সংস্থার ব্যাটারি তৈরির বিভাগ সম্প্রতি একটি capacity increase technology যা তাদের ইলেকট্রিক গাড়িতে ব্যবহৃত হয়েছে সেটা গ্যালাক্সি ফোন এবং ট্যাবে ব্যবহারের চেষ্টায় রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ সিরিজে কী কী ফোন থাকতে পারে
এই স্মার্টফোন সিরিজে স্যামসাং গ্যালাক্সি এস২৪, স্যামসাং গ্যালাক্সি এস২৪ প্লাস এবং স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোন থাকতে চলেছে। সূত্রের খবর, স্যামসাংয়ের SDI ডিভিশন যা লিথিয়াম-আয়ন ব্যাটারি তৈরি করে, তারা এবার ছোট আকার-আয়তনের ব্যাটারির জন্য একটি নতুন battery stacking method যুক্ত করতে চলেছে। এইসব ব্যাটারি ব্যবহার হবে স্মার্টফোন, ট্যাবলেট, নোটবুক এবং অন্যান্য ইলেকট্রনিক ডিভাইসে। স্যামসাংয়ের SDI ডিভিশন সম্ভবত দু'টি চিনা সংস্থার সঙ্গে যুক্ত হয়ে Gen 5 ব্যাটারি তৈরির ক্ষেত্রে stacking পদ্ধতি ব্যবহারের চেষ্টা করেছে। এই Gen 5 ব্যাটারি মূলত ইলেকট্রিক গাড়ির ক্ষেত্রে রাখাই লক্ষ্য স্যামসাং কর্তৃপক্ষের। ইলেকট্রিক ভেহিকেল ইন্ডাস্ট্রি থেকেই stacking mechanism- এর ধারণা নেওয়া হয়েছে। ব্যাটারির শক্তি বৃদ্ধির জন্য ক্যাথোড এবং অ্যানোডের মতো উপাদানগুলিকে দৃঢ়ভাবে (একটির উপর আর একটি) যুক্ত রাখবে।
স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা
নতুন ব্যাটারি টেকনোলজি এই ফোনেই থাকতে চলেছে বলে শোনা গিয়েছে আপাতত। তবে অন্যান্য ফ্ল্যাগশিপ ফোন এবং ট্যাবের ক্ষেত্রেও এই ফিচার থাকবে আগামী দিনে। stacking method এর মাধ্যমে একটি ব্যাটারির শক্তির ঘনত্ব প্রায় ১০ শতাংশ বাড়ানো সম্ভব হয় সাধারণ ব্যাটারির তুলনায়। শোনা গিয়েছে, স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোনে ১৪৪ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর (এখনও ঘোষণা হয়নি) থাকতে পারে। অ্যান্ড্রয়েড ১৪ বেসড One UI 6.0- এর সাহায্যে পরিচালিত হতে পারে স্যামসাং গ্যালাক্সি এস২৪ আলট্রা ফোন। এই ফোনে ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর এবং উন্নত জুম ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন- ছাত্রদের সঙ্গে অ্যাকাউন্টসের পরীক্ষা দিল চ্যাটজিপিটি, রেজাল্ট জানলে চমকে যাবেন