5G Phones Under Rs 10,000: ১০ হাজার টাকার কম দামে কেনা যাবে এই তিনটি ৫জি স্মার্টফোন, কোথা থেকে কিনতে পারবেন?
5G Phones: ই-কমার্স সংস্থা অ্যামাজন ইন্ডিয়াত স্মার্টফোন সামার সেলে কো কোন ৫জি ফোন ১০ হাজার টাকার কমে কেনা যাবে, দেখে নিন একনজরে।
5G Phones Under Rs 10,000: অ্যামাজনে (Amazon India) চলছে স্মার্টফোন সামার সেল (Smartphone Summer Sale)। আগামী ১৭ এপ্রিল পর্যন্ত ই-কমার্স সংস্থায় এই সেল চালু থাকবে। বেশ কিছু ফোনের দাম কমেছে অ্যামাজন ইন্ডিয়ার এই সেলে। তার ফলে ৫জি ফোনের (5G Phones) দাম এসেছে সাধ্যের মধ্যে। তাই যদি ৫জি ফোন কেনার পরিকল্পনা থাকে তাহলে দেখে নিতে পারেন অ্যামাজনের এই সেলে কোন কোন ৫জি ফোন আপনি ১০ হাজার টাকার মধ্যে কিনে নিতে পারবেন।
আইটেল পি৫৫ ৫জি
আইটেল সংস্থার এই ৫জি ফোনের দাম ১০,৯৯৯ টাকা। তবে রয়েছে ১০৯৯ টাকার ব্যাঙ্ক অফার। তার ফলে আইটেল পি৫৫ ৫জি ফোনের দাম ১০ হাজার টাকার কম হচ্ছে। এই ফোনে রয়েছে ৬.৬ ইঞ্চির IPS LCD স্ক্রিন যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এখানে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে আইটেল সংস্থার এই ৫জি ফোনে। সেখানে অর্যেছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এছাড়াও এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ পসেসর। এর সঙ্গে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। আইটেল পি৫৫ ৫জি ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সফটওয়্যারের সাহায্যে ইএ ফোন পরিচালিত হয়।
পোকো এম৬ প্রো ৫জি
অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইটে এই ফোনের দাম ৯৪৯৯ টাকা। এর সঙ্গে রয়েছে ৫০০ টাকার কুপন ডিসকাউন্ট। এছাড়াও ৯৯৯ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট পেতে পারেন ক্রেতারা। পোকো এম৬ প্রো ৫জি ফোনে রয়েছে ৬.৭৯ ইঞ্চির IPS LCD ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং এখানে পাওয়া যাবে ফুল এইচডি প্লাস রেজোলিউশন। এই ফোনেও রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর রয়েছে এই ফোনে। এর সঙ্গে ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সফটওয়্যার আউট অফ দ্য বক্স- এর সাহায্যে।
লাভা ব্লেজ ৫জি
লাভা সংস্থার এই ৫জি ফোন অ্যামাজন ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে ৮৯৯৯ টাকায় কেনা যাবে। এর সঙ্গে রয়েছে ১৭৫০ টাকার ব্যাঙ্ক ডিসকাউন্ট। নির্দিষ্ট ব্যাঙ্কের ক্ষেত্রে এই ছাড় পাওয়া যাবে। ৬.৫ ইঞ্চির ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ এবং এই স্ক্রিনে পাওয়া যাবে এইচডি প্লাস রেজোলিউশন। লাভা ব্লেজ ৫জি ফোনের রেয়ার ক্যামেরা ইউনিটে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট রয়েছে এই ফোনে। তার সঙ্গে ৪ জিবি র্যাম এবগ ১২৮ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। লাভা ব্লেজ ৫জি ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোন পরিচালিত হয় অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সফটওয়্যারের সাহায্যে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।