Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সির নতুন ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে, কত দামে কেনা যাবে? কী অফার রয়েছে?
Samsung Galaxy M56 5G: অনলাইনে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন কেনা যাবে অ্যামাজন এবং স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ২৩ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে ফোনের।

Samsung Galaxy Phone: স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন (Samsung Galaxy M56 5G) লঞ্চ হয়েছে ভারতে। এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোন ৭.২ মিলিমিটার পুরু। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে বেশ পাতলা ধরনের। স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন। প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সাল মানে গতবছর এপ্রিল মাসেই লঞ্চ হয়েছিল স্যামসাং গ্যালাক্সি এম৫৫ ৫জি ফোন। তার সাকসেসর মডেলও লঞ্চ হচ্ছে প্রায় এক বছর পরে।
স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনের দাম ভারতে কত
এই ফোনের ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৭,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ কনফিগারেশনের মডেল, যার দাম ৩০,৯৯৯ টাকা। অনলাইনে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন কেনা যাবে অ্যামাজন এবং স্যামসাং ইন্ডিয়ার ওয়েবসাইট থেকে। ২৩ এপ্রিল থেকে বিক্রি শুরু হবে ফোনের। এইচডিএফসি ব্যাঙ্কের কার্ডে ফোন কিনলে ক্রেতারা ৩০০০ টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাবেন। কালো এবং হাল্কা সবুজ রঙে এই ফোন ভারতে লঞ্চ হয়েছে।
স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন
- এই ফোনে ৬.৭৩ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত sAMOLED+ ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে পাবেন একটি অক্টা-কোর Exynos 1480 চিপসেট।
- অ্যান্ড্রয়েড ১৫ বেসড One UI 7- এর সাপোর্টে পরিচালিত হবে স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোন।
- ইউজাররা এই ফোনে ৬টি মেজর অপারেটিং সিস্টেম আপগ্রেড এবং ৬ বছরের সিকিউরিটি আপডেট পাবেন।
- স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার এবং ২ মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা রয়েছে। প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।
- স্যামসাং গ্যালাক্সি এম৫৬ ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট।
- এই ফোনের স্ক্রিনের উপরে রয়েছে কর্নিং গোরিলা গ্লাস ভিক্টাস প্লাস প্রোটেকশন লেয়ার। এছাড়াও ইউজাররা পাবেন ৫জি, ৪জি এলটিই, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, এনএফসি, ইউএসবি টাইপ-সি পোর্টের কানেক্টিভিটি ফিচারের সাপোর্ট। ফোনের ওজন প্রায় ১৮০ গ্রাম।






















