Smartphones Under Rs 10000: ১০ হাজার টাকার কম দামে আসছে নজরকাড়া স্মার্টফোন, গ্রাহকদের জন্য চমক সংস্থার
Tecno Pop 9 4G: তিনটি রঙে লঞ্চ হতে পারে টেকনো পপ ৯ ৪জি ফোন। সেগুলি হল গ্লিটার হোয়াইট, লাইম গ্রিন এবং স্টারট্রেল ব্ল্যাক।
Smartphones Under Rs 10000: ১০ হাজার টাকার কম দামে ভারতে নতুন ফোন লঞ্চ করতে চলেছে টেকনো সংস্থা (Teno Phones)। এটি একটি ৪জি মডেল (4G Phone) হতে চলেছে। টেকনো পপ ৯ ৪জি ফোন (Tecno Pop 9 4G) আগামী ২২ নভেম্বর লঞ্চ হবে দেশে। এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন (Amazon India) থেকে। এই ফোনের দাম ১০ হাজার টাকার কমে (Smartphones Under Rs 10000) হতে চলেছে বলে শোনা গিয়েছে। এর আগে সেপ্টেম্বর মাসে ভারতে টেকনো পপ ৯ ৫জি ফোন (Tecno Pop 9 5G) লঞ্চ হয়েছে। তিনটি রঙে লঞ্চ হতে পারে টেকনো পপ ৯ ৪জি ফোন। সেগুলি হল গ্লিটার হোয়াইট, লাইম গ্রিন এবং স্টারট্রেল ব্ল্যাক। ৫জি মডেলের সঙ্গে ৪জি ভ্যারিয়েন্টের মিল থাকবে বলে জানা গিয়েছে।
টেকনো পপ ৯ ৪জি ফোনে কী কী ফিচার থাকতে পারে দেখে নিন একনজরে
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট হবে ৯০ হার্টজ।
- এই ফোনে একটি মিডিয়াটেক হেলিও জি৫০ প্রসেসর থাকার কথা রয়েছে।
- ৬ জিবি ডায়নামিক র্যাম এবং ৬৪ জিবি অনবোর্ড স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে টেকনো পপ ৯ ৪জি ফোনে।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকার কথা রয়েছে।
- এই ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ ধুলো এবং জলে সহজে ফোন নষ্ট হবে না।
- টেকনো পপ ৯ ৪জি ফোনে ১৩ মেগাপিক্সেলের রেয়ার ক্যামেরা সেনসর থাকতে চলেছে।
- এছাড়াও এই ফোনে থাকতে পারে ডিটিএস সাপোর্ট যুক্ত ডুয়াল স্টিরিও স্পিকার।
- আইআর রিমোট কন্ট্রোল সাপোর্টও থাকতে চলেছে টেকনো পপ ৯ ৪জি ফোনে।
ভারতে লঞ্চ হতে চলেছে পোকো সংস্থার একটি নতুন ফোন
ভারতে লঞ্চ হতে চলেছে পোকো এক্স৭ প্রো ফোন। শোনা গিয়েছে, এই ফোন রেডমি নোট ১৪ প্রো প্লাস মডেলের রিব্র্যান্ডেড ভার্সানের পোকো এক্স৭ প্রো ফোন লঞ্চ হতে চলেছে। পোকো এক্স৬ প্রো ফোনের সাকসেসর হিসেবে। অনুমান, ডিসেম্বর মাসে পোকো এক্স৭ প্রো ফোন ভারতে লঞ্চ হবে। তবে নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। পোকো সংস্থাও আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।
আরও পড়ুন- ইনস্টাগ্রামে চাকরির বিজ্ঞাপন, লিঙ্কে ক্লিক করে প্রায় ২ লক্ষ টাকা খোয়ালেন তরুণী
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।