Online Scam: ইনস্টাগ্রামে চাকরির বিজ্ঞাপন, লিঙ্কে ক্লিক করে প্রায় ২ লক্ষ টাকা খোয়ালেন তরুণী
Online Financial Fraud: ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে মোট ১.৯৪ লক্ষ টাকা খুইয়েছেন কর্নাটকের উডিপির বাসিন্দা বছর ২৫- এর অর্চনা।
Online Scam: অনলাইনে প্রতারণার সংখ্যা ক্রমশই বাড়ছে ভারতে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে কর্নাটকের উডিপির একটি ঘটনা। ২৫ বছরের এক তরুণে অনলাইন প্রতারণার শিকার হয়েছেন এবার। ইনস্টাগ্রামে চাকরির বিজ্ঞাপন দেখে লিঙ্কে ক্লিক করেছিলেন ওই তরুণী। তারপরেই খুইয়েছে ১.৯৪ লক্ষ টাকা। সোশ্যাল মিডিয়া স্ক্রল করতে গিয়েই তরুণীর নজরে চাকরির ওই বিজ্ঞাপন। বেশ মোটা বেতনের উল্লেখও ছিল ওই বিজ্ঞাপনে। আর তাতেই প্রলোভনে পরে লিঙ্কে ক্লিক করে ফেলেছিলেন তরুণী। আর এক ক্লিকেই প্রতারকদের খপ্পরে পড়েছেন তিনি। চাকরি তো জোটেইনি। উল্টে খোয়া গিয়েছে মোটা অঙ্কের টাকা।
জানা গিয়েছে, চাকরির বিজ্ঞাপন দেখে যে লিঙ্কে তরুণী ক্লিক করেছিলেন তার মাধ্যমে একটি গ্রুপে যুক্ত হয়ে যান তিনি। সেখানে আরও অনেকে তাঁকে টাকা বিনিয়োগের ব্যাপারে ক্রমাগত বোঝাতে থাকেন। তবে শেষ পর্যন্ত গোটা বিষয়টাই পরিণত হয় প্রতারণার ফাঁদে। ততক্ষণে টের পেয়েছেন তরুণীও। কিন্তু পরিস্থিতি তখন হাতের বাইরে বেরিয়ে গিয়েছে। আর কিচ্ছুই করার নেই। অতএব প্রতারণার মাশুল হিসেবে বিপুল পরিমাণ টাকা খোয়া গিয়েছে ওই তরুণীর।
একটি সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ওই তরুণীর নাম অর্চনা। তরুণী ইনস্টাগ্রাম ঘাঁটতে ঘাঁটতে আচমকাই দেখতে পান চাকরির বিজ্ঞাপন। তাও আবার যে সে সংস্থায় নয়। একেবারে অ্যামাজনের মতো নামজাদা কোম্পানিতে চাকরির সুযোগ। চোখের সামনে এমন লোভনীয় চাকরির বিজ্ঞাপন দেখে সাতপাঁচ না ভেবেই ওই ইনস্টা লিঙ্কে ক্লিক করে দেন তরুণী। তার কিছুক্ষণ পরেই হোয়াটসঅ্যাপে একটি অপরিচিত নম্বর থেকে মেসেজ আসে তাঁর কাছে। একটি নয়, একাধিক নম্বর থেকে এসেছিল মেসেজ। অনলাইনে সাধারণ কাজ করে দেওয়ার পরিবর্তে বেশ ভাল পরিমাণ টাকা দেওয়া হবে বলে জানানো হয় তরুণীকে।
তরুণী জানিয়েছেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে যাঁরা তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন তাঁদের কাউকেই তিনি চেনেন না। প্রাথমিক ভাবে কাজ করার পর কিছু টাকাও পেয়েছিলেন তিনি। এরপর আরও কিছু কাজ করতে বলা হয় তাঁকে। পরিবর্তে আরও বেশি টাকা দেওয়ার কথাও বলা হয়। তবে এবার অনলাইনে কাজ করার পাশাপাশি বিনিয়োগের কথাও বলা হয় তরুণীকে। সেই সঙ্গে দেওয়া হয় এই আশ্বাসবাণী যে বিনিয়োগ করে ঠকবেন না, বরং অনেক বেশি পরিমাণেই টাকা ফেরত পাবেন।
এই প্রলোভনেও রাজি হয়ে যান তরুণী। তারপর হোয়াটসঅ্যাপে ওই ব্যক্তিদের নির্দেশ মতো টাকা দিতে থাকেন বিভিন্ন ইউপিআই আইডি- তে। ১৮ অক্টোবর থেকে ২৪ অক্টোবরের মধ্যে মোট ১.৯৪ লক্ষ টাকা খুইয়েছেন কর্নাটকের উডিপির বাসিন্দা বছর ২৫- এর অর্চনা। বেশ ভাল পরিমাণ টাকা বিনিয়োগের পর যখন তার পরিবর্তে ওই তরুণী মুনাফা সংগ্রহ করতে গিয়েছিলেন তখন বুঝতে পারেন পুরোটাই প্রতারণার ফাঁদ। আর্থিক জালিয়াতির শিকার হয়েছেন তিনি। টাকা তোলার বারবার চেষ্টা করলেও তা বিফলে যায়। যাঁরা তরুণীকে কাজে নিযুক্ত করেছিলেন তাঁদের বারবার ফোন, মেসেজ করেও মেলেনি জবাব। শেষ পর্যন্ত সাইবার ক্রাইমের থানার দ্বারস্থ হয়ে অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী।