Realme Smartphones: ১৫ হাজার টাকার কমে ৫জি ফোন, ভারতে হাজির রিয়েলমি সি৭৫, কী কী ফিচার রয়েছে?
Realme C75 5G: ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৩২ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে।

Realme Smartphones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৭৫ ৫জি ফোন (Realme C75 5G)। রিয়েলমি সংস্থার 'সি' সিরিজের এই ৫জি ফোন একটি বাজেট স্মার্টফোনের মডেল। এই ফোনে রয়েছে একটি ৬ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে ৬ জিবি পর্যন্ত র্যাম এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রিয়েলমি সি৭৫ ৫জি ফোনে একটি ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ওয়্যারড এবং ৫ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে এই ফোনে। সেখানে ৩২ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোন ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না, কারণ এটি একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অ্যান্ড্রয়েড ১৫ আউট অফ দ্য বক্সের সাপোর্ট রয়েছে রিয়েলমির এই ফোনে। Realme UI 6- এর সাহায্যে পরিচালিত হয় রিয়েলমি সি৭৫ ৫জি ফোন।
ভারতে রিয়েলমি সি৭৫ ৫জি ফোনের দাম কত, কোথা থেকে কেনা যাবে এবং কী কী রঙে লঞ্চ হয়েছে
এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা। এছাড়াও ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট, রিয়েলমি ইন্ডিয়া ই-স্টোর থেকে অনলাইনে কেনা যাবে। লিলি হোয়াইট, মিডনাইট লিলি, পার্পল ব্লসম- এই তিন রঙে লঞ্চ হয়েছে রিয়েলমি সি৭৫ ৫জি ফোন। অফলাইনে নির্দিষ্ট রিটেল স্টোরগুলি থেকে কেনা যাবে।
রিয়েলমি সি৭৫ ৫জি ফোনে কী কী ফিচার রয়েছে দেখে নিন একনজরে
- ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে এই ফোনে। এর সঙ্গে পাবেন ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে। সেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন থাকবে। এই স্ক্রিনের রিফ্রেশ রেট ১২০ হার্টজ।
- এই ফোনের ইনবিল্ট সর্বোচ্চ ৬ জিবি র্যামের পরিমাণ ভার্চুয়াল র্যাম এক্সপ্যানশন ফিচারের মাধ্যমে ১২ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজ দিয়ে এই র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- রিয়েলমি সি৭৫ ৫জি ফোনের ক্যামেরায় অসংখ্য এআই ফিচার রয়েছে। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। ফোনের ওজন প্রায় ১৯০ গ্রাম। কানেক্টিভিটি অপশন ৫জি, ডুয়াল 4G VoLTE, ওয়াই-ফাই, ব্লুটুথ ৫.৩, জিপিএস, ইউএসবি টাইপ-সি পোর্ট- এই ফিচারগুলি রয়েছে।






















