Realme Phones: ১২ হাজারেরও কম দামে রিয়েলমির নতুন ৫জি ফোন, কী কী ফিচার রয়েছে?
Realme C73 5G: এই ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৪৯৯ টাকা।

Realme Phones: ভারতে লঞ্চ হয়েছে রিয়েলমি 'সি' সিরিজের নতুন ফোন (Realme C Series Phone)। এটি একটি ৫জি মডেল (5G Phone)। এবার লঞ্চ হয়েছে রিয়েলমি সি৭৩ ৫জি ফোন (Realme C73 5G)। এই ফোনে রয়েছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট। এর সঙ্গে যুক্ত রয়েছে ৪ জিবি র্যাম। রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে ৬০০০ এমএএইচের ব্যাটারি এবং রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৩২ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। এর সঙ্গে রয়েছে এলইডি ফ্ল্যাশ ইউনিট। রিয়েলমির এই ফোনে ৬.৬৭ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত 'আই কমফোর্ট' ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিনে আবার রয়েছে স্পেশ্যাল বেড টাইম মোড। রিয়েলমি সি৭৩ ৫জি ফোন একটি ডাস্ট অ্যান্ড স্প্ল্যাশ রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে সহজে এই ফোন নষ্ট হবে না। MIL-STD 810H military-grade shock resistance certification- রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে এই ফিচারের সাপোর্ট রয়েছে। অর্থাৎ ফোন যে বেশ শক্তপোক্ত তা স্পষ্ট।
রিয়েলমি সি৭৩ ৫জি ফোনের দাম, কোন কোন রঙে লঞ্চ হয়েছেম কোথা থেকে কেনা যাবে
এই ফোনের ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৪৯৯ টাকা। এছাড়াও এই ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১১,৪৯৯ টাকা। Crystal Purple, Jade Green, Onyx Black- এই তিন রঙে রিয়েলমি সি৭৩ ৫জি ফোন লঞ্চ হয়েছে ভারতে। অনলাইনে কেনা যাবে ফ্লিপকার্ট এবং রিয়েলমি ইন্ডিয়ার ই-স্টোর থেকে।
কী কী ফিচার রয়েছে রিয়েলমি সি৭৩ ৫জি ফোনে, দেখে নিন একনজরে
- এই ফোনের ৬.৬৭ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এখনে এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এটি একটি 'আই কমফোর্ট' ডিসপ্লে। অর্থাৎ ফোনের স্ক্রিন দেখলেও ইউজারদের চোখে খারাপ প্রভাব পড়বে না।
- একটি ৬এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ প্রসেসর রয়েছে এই ফোনে। এর সঙ্গে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি এবং ১২৮ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত রয়েছে। অ্যান্ড্রয়েড ১৫ বেসড Realme UI 6- এর সাহায্যে পরিচালিত হয় এই ফোন।
- রিয়েলমি সি৭৩ ৫জি ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে ৩২ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসরের সঙ্গে একটি অজানা সেকেন্ডারি সেনসরও রয়েছে। এই ফোনের প্রাইমারি ক্যামেরা সেনসরে অটো ফোকাস সাপোর্ট রয়েছে। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপে 'পিল শেপড' এলইডি ফ্ল্যাশ ইউনিট রয়েছে। এছাড়াও ফোনের স্ক্রিনের উপর ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে।
- রিয়েলমি 'সি' সিরিজের এই ৫জি ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে ১৫ ওয়াটের ওয়্যারড চার্জিং এবং ৫ ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট রয়েছে।






















