এক্সপ্লোর
Advertisement
Smartphone Battery: রাস্তাঘাটে বেরিয়ে ফোনের ব্যাটারিতে দীর্ঘক্ষণ চার্জ বজায় রাখবেন কীভাবে? রইল কিছু সহজ টিপস
Tech Tips: ফোনের ব্যাটারি দীর্ঘমেয়াদি করার জন্য এবং সেখানে অনেকক্ষণ চার্জ বজায় রাখার জন্য কী কী করণীয়?
Smartphone Battery: স্মার্টফোনের (Smartphone) ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হল ব্যাটারি (Phone Battery and Charging Feature) এবং তার চার্জ ধরে রাখার ক্ষমতা। আজকাল প্রায় সব কাজের মোবাইল ব্যবহৃত হয়। তাই রাস্তাঘাটে হঠাৎ করে ফোনের চার্জ শেষ হয়ে গেলে বড় বিপদে পড়বেন আপনি। সেই জন্য ফোন কেনার সময় অবশ্যই তার ব্যাটারি এবং চার্জিং ফিচার ভালভাবে দেখে নেওয়া জরুরি। এর পাশাপাশি আপনার ফোনের ব্যাটারিতে কীভাবে অনেকক্ষণ চার্জ বজায় রাখতে পারেন সেই প্রসঙ্গে রইল কিছু সহজ টেক টিপস। চলুন জেনে নেওয়া যাক আপনার স্মার্টফোনে কীভাবে অনেকক্ষণ চার্জ রাখতে পারবেন।
- ফোনে অ্যাপ যত কম রাখবেন এবং অ্যাপের ব্যবহার যত কম করবেন ব্যাটারিতে তত বেশি সময় চার্জ থাকবে। এবার বাড়ির বাইরে কাজের সূত্রে বিভিন্ন অ্যাপ আপনাকে ব্যবহার করতেই হবে। সেক্ষেত্রে খুব প্রয়োজনীয় কাজ ছাড়া ফোন ব্যবহার কম করা ভাল।
- গেম খেলা, ভিডিও বা সিনেমা দেখা, গান শোনা, ছবি তোলা ইত্যাদি কাজে ফোনের ব্যাটারি থেকে চার্জ দ্রুত কমে যায়। তাই যদি দেখেন রাস্তায় রয়েছেন এবং আপনার ফোনে বেশি চার্জ নেই, তাহলে অবশ্যই উল্লিখিত কাজগুলি করা থেকে বিরত থাকুন।
- যাঁদের ফোন খুব ব্যবহার হয়, তাঁরা বাড়ির বাইরে বেরোলে সবসময় সঙ্গে রাখুন শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক। আর এই পাওয়ার ব্যাকে ভালভাবে চার্জ দিয়ে রাখা প্রয়োজন। তাহলে রাস্তাঘাটে ফোনের চার্জ শেষ হয়ে গেলে কিংবা কমে গেলে আপনি পাওয়ার ব্যাঙ্ক দিয়ে চার্জ দিতে পারবেন।
- খেয়াল রাখুন আপনার ফোনে যেন লেটেস্ট আপডেটেড অপারেটিং সফটওয়্যার ডাউনলোড করা থাকে। ফোনের ব্যাটারিতে বেশিক্ষণ চার্জ বজায় রাখতে চাইলে ওয়াই-ফাই, ব্লুটুথ ইত্যাদি পরিষেবা বন্ধ রাখা প্রয়োজন। এছাড়াও কমিয়ে রাখুন ফোনের ব্রাইটনেস। স্ক্রিন ব্রাইটনেস যত বেশি থাকবে ফোনের ব্যাটারি থেকে চার্জ তত তাড়াতাড়ি শেষ হবে।
- ফোনে দেখবেন একটি ব্যাটারি সেভার মোড থাকে। এই অপশন অন রাখুন। স্ক্রিন ব্রাইটনেসের ফলে যেহেতু চার্জ কমে যায় ব্যাটারিতে তাই ফোনে ডার্ক মোড অন বা চালু রাখতে পারেন।
- ফোনের ব্যাটারি যদি দীর্ঘদিন ভাল রাখতে চান তাহলে চার্জে ফোন বসিয়ে তা ব্যবহার করবেন না কোনওভাবেই। ফোনে ওভার চার্জ হওয়ার বিষয়টিও ব্যাটারির পক্ষে ক্ষতিকর। ফোনের ব্যাটারি ভাল রাখতে চাইলে ডিভাইসের উপর চাপ যত কম দিতে পারবেন ততই মঙ্গল। মাঝে মাঝে বিশেষ করে যখন দীর্ঘ সময় আপনি ফোন ব্যবহার করছেন না তখন ফোন বন্ধ করে রাখতে পারেন।
আরও পড়ুন- নতুন ল্যাপটপ কিনতে চাইছেন? ৪০ হাজারের মধ্যে কোন কোন ল্যাপটপ কিনতে পারবেন ভারতে?
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
ক্রিকেট
ক্রিকেট
জেলার
Advertisement