Tech Tips: ট্রেনে বেড়াতে যাচ্ছেন? হ্যাকারদের থেকে কীভাবে সুরক্ষিত রাখবেন আপনার ফোন?
Smartphone Security Feature: স্মার্টফোনে ইউজারের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বেশ কিছু ফিচারের সেটিংস ঠিক করে রাখা যায়। এইসব সেটিংস সম্পর্কে জেনে রাখা দরকার বেড়াতে যাওয়ার আগে।
Tech Tips: সামনেই বেড়াতে যাওয়ার পরিকল্পনা রয়েছে। এবারের সফর করবেন ট্রেনে। সঙ্গে থাকছে স্মার্টফোন। ভাবছেন যাত্রাপথে বিরক্তি লাগলে গান শুনে, সিনেমা দেখে দিব্যি কাটিয়ে দেবেন। ফোনে কানেক্ট করে নেবেন পাবলিক ফ্রি ওয়াই-ফাই। আর চার্জ দেওয়ার জন্য পাবলিক চার্জিং স্টেশন তো রয়েইছে। এমন ভাবনাচিন্তা ভুলেও মাথায় আসতে দেবেন না। পুরো বেড়ানোই পণ্ড হয়ে যেতে পারে। কারণ যে পাবলিক কানেক্টিভিটি ফিচারগুলিকে আপনি চোখ বন্ধ করে ভরসা করতে যাচ্ছেন, আপনার অজান্তে তার মাধ্যমেই আপনার স্মার্টফোনে হানা দিতে পারে প্রতারকা। আর তারপর ঠিক কী কী ভাবে প্রতারণার শিকার আপনি হতে পারেন তা আজকাল প্রায় সকলেরই জানা। অতএব সতর্ক থাকুন। যাত্রাপথে কীভাবে নিজের স্মার্টফোন সুরক্ষিত রাখবেন হ্যাকারদের থেকে তার জন্য রইল কিছু সহজ টিপস।
ফ্রি-ওয়াইয়ের ব্যবহার একেবারেই না, প্রলোভনে পা দিলেই বিপদ
বেড়াতে গেলে আমরা অনেকসময়েই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করি। তবে নিজের স্মার্টফোন কিংবা অন্যান্য ডিভাইস সুরক্ষিত রাখার জন্য একেবারেই ফ্রি ওয়াই-ফাই ব্যবহার করবেন না। ফ্রি ওয়াই-ফাইয়ের আড়ালে বেশিরভাগ সময়েই থাকে প্রতারণার ফাঁদ। তাই রেলস্টেশন, বিমানবন্দরে থাকা ফ্রি ওয়াই-ফাই ব্যবহার না করাই ভাল।
পাবলিক চার্জিং স্টেশন এড়িয়ে চলুন, সঙ্গে থাকুক শক্তিশালী পাওয়ার ব্যাঙ্ক
ফোনে চার্জ না থাকলে আমরা অনেক সময়েই পাবলিক চার্জিং স্টেশন ব্যবহার করি। কিন্তু রেলস্টেশন কিংবা বিমানবন্দরে থাকা চার্জিং পোর্ট থেকে ফোনে চার্জ না দেওয়াই ভাল। পাবলিক চার্জিং স্টেশন বা পোর্টের মাধ্যমে আপনার ফোনে ঢুকতে পারে ম্যালওয়্যার। তার ফলে আপনার ফোন হ্যাক করা প্রতারকদের পক্ষে অনেক সুবিধাজনক হয়ে যাবে।
ফোন সুরক্ষিত রাখুন স্ট্রং পাসওয়ার্ড দিয়ে
আপনার ফোনে থাকা যাবতীয় অ্যাপ এবং তার অ্যাকাউন্ট পাসওয়ার্ড দিয়ে ভালভাবে সুরক্ষিত করে রাখতে হবে। কী ধরনের পাসওয়ার্ড ব্যবহার না করে নতুন ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। ভাল এবং শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করলে সহজে আপনার ফোনের অ্যাপ কিংবা অন্যান্য অ্যাকাউন্ট সুরক্ষিত রাখা যাবে।
ফোনের সফটওয়্যার আপডেট করে রাখুন একদম লেটেস্ট ভার্সানে
আপনার ডিভাইস একদম আপডেট ভার্সানে রাখতে হবে। অর্থাৎ সফটওয়্যার আপডেট করতে হবে নিয়মিত। এর সুবিধা অনেক। আপনার স্মার্টফোনে যদি সফটওয়্যার একদম লেটেস্ট ভার্সানে আপডেট করা থাকে তাহলে সমস্ত ধরনের সিকিউরিটি ফিচারের সুবিধা পাবেন আপনি।
সেটিংসেও করুন পরিবর্তন
স্মার্টফোনে ইউজারের গোপনীয়তা এবং নিরাপত্তার জন্য বেশ কিছু ফিচারের সেটিংস ঠিক করে রাখা যায়। এইসব সেটিংস সম্পর্কে জেনে রাখা দরকার বেড়াতে যাওয়ার আগে। সবার আগে নিজের ফোনের লোকেশন বন্ধ করে রাখুন। তাহলে আপনি কোথায় আছেন সেটা সহজে বুঝতে পারবে না হ্যাকাররা। বেড়াতে গেলে ছবি সোশ্যাল মিডিয়ায় দেওয়া প্রায় সকলেরই অভ্যাস। নিজেকে সুরক্ষিত রাখতে বেড়ানো থেকে ফিরে ছবি, ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করাই ভাল হবে।
আরও পড়ুন- বাজেট কম, ৬০০০ থেকে ৮০০০ টাকার মধ্যে কিনতে পারবেন এই তিন ফোন
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।