iPhone: ভারতে খুব তাড়াতাড়ি আইফোন তৈরি শুরু করতে পারে টাটা কর্তৃপক্ষ, অধিগ্রহণ করতে পারে তাইওয়ানের কারখানা
Tata: বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে, তাইওয়ানের কোম্পানি Wistron- র সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে টাটা সংস্থা।
iPhone: ভারতে আইফোন (iPhone) প্রস্তুত করতে চায় টাটা (Tata) সংস্থা। আর সেই জন্যই ভারতে থাকা অ্যাপেলের প্রোডাকশন প্ল্যান্ট Wistron অধিগ্রহণ করতে চাইছে টাটা কর্তৃপক্ষ। বিভিন্ন সূত্রে শোনা গিয়েছে, তাইওয়ানের কোম্পানি Wistron- র সঙ্গে ইতিমধ্যেই কথাবার্তা শুরু করে দিয়েছে টাটা সংস্থা। Wistron- এর ম্যানুফ্যাকচারিং ফেসিলিটি প্রায় ৫ হাজার কোটি টাকার বিনিময়ে কিনে নিতে চায় টাটা কর্তৃপক্ষ। এই বিজনেস ডিল সম্পন্ন হলে টাটা- ই হবে প্রথম ভারতীয় কোম্পানি যারা ভারতে আইফোন তৈরি করবে। জানা গিয়েছে, Wistron- এর কর্নাটকের প্ল্যান্ট কিনে নিতে চায় টাটা কোম্পানি। বর্তমানে ভারতে আইফোন প্রস্তুত করে বেশ কয়েকটি তাইওয়ানের সংস্থা যেমন- Wistron, Foxconn, Pegatron- এগুলি। প্রসঙ্গত উল্লেখ্য, Wistron সংস্থা ২০১৭ সালে আইফোন তৈরি করা শুরু করেছিল। এর আগে ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছিল যে টাটা কর্তৃপক্ষ তাইওয়ানের সংস্থা Wistron- এর সঙ্গে একজোট হয়ে একটি আইফোন তৈরির কারখানা গড়তে চাইছিল। ভারতে ইতিমধ্যেই আইফোন ১৩, আইফোন ১২ এবং আইফোন এসই তৈরি করেছে অ্যাপেল কর্তৃপক্ষ।
আইফোন ১৫
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে আইফোন ১৫ লঞ্চের সম্ভাবনা রয়েছে। শোনা যাচ্ছে, আইফোনের নতুন সিরিজে উন্নত মানের আধুনিক ক্যামেরা সেনসর থাকবে। সোনি কোম্পানির ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে। আইফোন ১৫ সিরিজে কী কী ফোন থাকবে এখনও তা জানা যায়নি। কবে এই নতুন আইফোন সিরিজ লঞ্চ হবে তার নির্দিষ্ট দিনক্ষণও জানা যায়নি।
আইফোন ১৪ সিরিজ
চলতি বছর সেপ্টেম্বর মাসে আইফোন ১৪ সিরিজ লঞ্চ হয়েছিল। এই সিরিজে ছিল আইফোন ১৪, আইফোন ১৪ প্রো, আইফোন ১৪ প্রো ম্যাক্স এবং আইফোন ১৪ প্লাস- এই চারটি মডেল। এবার লঞ্চ হতে চলেছে আইফোন ১৫ সিরিজ।
আগামী বছর অর্থাৎ ২০২৩ সালে আরও অনেক ফোন লঞ্চের সম্ভাবনা রয়েছে ভারতে এবং বিশ্বের বিভিন্ন দেশে। তার পাশাপাশি ডিসেম্বর মাসেও বেশ কিছু স্মার্টফোন লঞ্চ হবে বিশ্বের দরবারে এবং ভারতে।
- ভারতে রিয়েলমি ১০ প্রো সিরিজ লঞ্চ হতে চলেছে আগামী ৮ ডিসেম্বর। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে রিয়েলমি ১০ প্রো এবং রিয়েলমি ১০ প্রো প্লাস- এই দুই ফোন।
- ওয়ানপ্লাস নর্ড সিরিজের আরও একটি ফোন ওয়ানপ্লাস নর্ড ৩ ভারতে দ্রুত লঞ্চের সম্ভাবনা রয়েছে।
- ওয়ানপ্লাসের আগামী ফ্ল্যাগশিপ ফোন ওয়ানপ্লাস ১১ খুব তাড়াতাড়ি লঞ্চ হবে। অন্য কোনও দেশে, এমনকি ভারতে লঞ্চের আগেও চিনে লঞ্চ হবে ওয়ানপ্লাস ১১ সিরিজ।
- ইনফিনিক্স সংস্থা ভারতে বাজেট ফ্রেন্ডলি ৫জি ফোন লঞ্চ করতে চলেছে। পয়লা ডিসেম্বরেই ইনফিনিক্স হট ২০ ফোন লঞ্চ হবে ভারতে।
- চিনে আইকিউওও সংস্থার দু'টি নতুন ফোন লঞ্চের কথাও শোনা গিয়েছে।
আরও পড়ুন- পয়লা ডিসেম্বরেই লঞ্চ হচ্ছে শাওমি ১৩ সিরিজ, সঙ্গে লঞ্চ হবে শাওমির আরও অনেক ডিভাইস