এক্সপ্লোর
Advertisement
Tech Tips: আচমকাই মারাত্মক 'স্লো' হয়ে গিয়েছে ল্যাপটপ? ডিভাইস দ্রুত গতিতে কাজ করানোর জন্য কী কী অতি অবশ্যই করবেন?
Laptops: আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। তাই সেই ডিভাইস যদি আচমকা স্লো হয়ে যায় অর্থাৎ ধীর গতিতে কাজ করতে শুরু করে তাহলে বিষয়টি সত্যিই সমস্যার।
Tech Tips: ল্যাপটপ (Laptops) যাঁরা নিয়মিত ব্যবহার করেন, তাঁরা খেয়াল করে দেখবেন অনেক সময়েই আপনার ডিভাইস খুব ধীর গতিতে কাজ করে। অর্থাৎ মেশিন স্লো (Laptop Working Slow) হয়ে যায়, তার কাজ করার ক্ষমতা কমে যায়। প্রসঙ্গত উল্লেখ্য, পড়াশোনার জন্য হোক বা অফিসের কাজ কিংবা অন্য কিছু, আজকাল ডেস্কটপের তুলনায় ল্যাপটপের চলই বেশি। কাজের সূত্রে অনেককেই ল্যাপটপ সঙ্গে নিয়ে বাড়ির বেরোতে হয়। আজকাল অন্যতম প্রয়োজনীয় গ্যাজেট হয়ে দাঁড়িয়েছে এই ল্যাপটপ। তাই সেই ডিভাইস যদি আচমকা স্লো হয়ে যায় অর্থাৎ ধীর গতিতে কাজ করতে শুরু করে তাহলে বিষয়টি সত্যিই সমস্যার।
আপনার ল্যাপটপ যদি 'স্লো' হয়ে যায় তাহলে তাকে 'ফাস্ট' করার জন্য রইল কয়েকটি সহজ টিপস
- ল্যাপটপের মধ্যে অপ্রয়োজনীয় অ্যাপ, ফাইল, গেম, প্রোগ্রাম ইত্যাদি স্টোর করে রাখলে আপনার ডিভাইস স্লো হয়ে যাবে, অর্থাৎ ধীর গতিতে কাজ করবে। ল্যাপটপ যাতে দ্রুত গতিতে কাজ করতে পারে সেই জন্য ডিভাইস থেকে অপ্রয়োজনীয় সফটওয়্যার ডিলিট করে দেওয়া জরুরি। সেই সঙ্গে ডিলিট করুন সেইসব অ্যাপ, ফাইল, প্রোগ্রাম যা কাজে লাগে না আপনার।
- অনেকেই ল্যাপটপের মধ্যে অসংখ্য অ্যাপ ইনস্টল করে রাখেন। এর ফলে ডিভাইস ভারী হয়ে যায় এবং স্লো হয়ে যায়। এই তালিকায় অনলাইন শপিংয়ের অ্যাপ, গেমিং অ্যাপ, সিনেমা দেখা, গান শোয়া ইত্যাদির অ্যাপও থাকতে পারে। এর ফলেও ল্যাপটপ স্লো হয়ে যেতে পারে। সেক্ষেত্রে ল্যাপটপে র্যাম এবং স্টোরেজ যুক্ত করা দরকার। প্রয়োজনে এক্সটার্নাল হার্ড-ডিস্ক কিনতে হবে। নাহলে ল্যাপটপে একগুচ্ছ অ্যাপ্লিকেশনের ব্যবহার ডিভাইসের আয়ু কমাবে। ল্যাপটপকে 'ফাস্টার' করতে চাইলে যেসব অ্যাপ কাজে লাগে না সেগুলি বেছে নিয়ে ডিলিট করে দিন। এই কাজ একটু সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে।
- অনেকসময়েই দেখা যায় ল্যাপটপ অন অর্থাৎ চালু করার সঙ্গে সঙ্গেই একগুচ্ছ প্রোগ্রাম কাজ করতে শুরু করে দেয়। আপনাআপনিই এগুলি চালু হয়ে যায়। আপনি হয়তো যে কাজে ল্যাপটপ ব্যবহার করছেন, তার সঙ্গে এর কোনও যোগই নেই। এই জাতীয় প্রোগ্রাম স্টার্ট আপ টাস্ক বন্ধ করা দরকার অবিলম্বে। প্রয়োজনে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে নেওয়া উচিত।
- Disk Cleanup Utility ব্যবহার করুন ল্যাপটপ পরিষ্কার করার জন্য। এর মাধ্যমে ডিভাইসের অপ্রয়োজনীয় প্রোগ্রাম এবং ফাইল ডিলিট হয়ে জায়গা ফাঁকা হবে এবং মেশিন দ্রুত গতিতে কাজ করবে। এছাড়াও আমাদের প্রায় সকলেরই ল্যাপটপে বেশিরভাগ সময়েই ইন্টারনেট চালু থাকে। আর তার ফলে একগুচ্ছ জিনিস আপনি সব সময়েই সার্চ করতে থাকেন। এর ফলে তৈরি হয় ক্যাশে। ল্যাপটপ থেকে এই ইন্টারনেট ক্যাশে ডিলিট বা ক্লিয়ার না করলে আপনার ডিভাইস ধীর গতিতে কাজ করা শুরু করবে।
- উল্লিখিত কারণগুলি ছাড়া যদি ল্যাপটপ অনেকদিনের পুরনো হয়, অর্থাৎ ডিভাইসের বয়স বাড়ে, তাহলে ল্যাপটপ ধীর গতিতে কাজ করতে পারে। সেক্ষেত্রে ডিভাইস পরিবর্তন করে নেওয়াই ভাল।
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
ক্রিকেট
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement