Smartphones: ভারতে আসছে টেকনো সংস্থার নতুন ৫জি ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Tecno Camon 20 Premier 5G: এই ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
Smartphones: টেকনো সংস্থার নতুন ফোন আসছে ভারতে। Tecno Camon 20 Premier 5G ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৭ জুলাই। এবছর মে মাসেই গ্লোবাল মার্কেটে রিলিজ হয়েছিল। সম্প্রতি একটি ট্যুইটে টেকনো ইন্ডিয়া সংস্থা জানিয়েছে Tecno Camon 20 Premier 5G লঞ্চ হতে চলেছে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি প্রসেসর নিয়ে। এর সঙ্গে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে।
Tecno Camon 20 Premier 5G ফোনের স্পেসিফিকেশন এবং ফিচার (সম্ভাব্য)
- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে থাকতে পারে। রিফ্রেশ রেট হতে পারে ১২০ হার্টজ। এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৮০৫০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ৫১২ জিবি ইনবিল্ট স্টোরেজ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও এই ফোনে অ্যান্ড্রয়েড ১৩ বেসড HiOS 13.0 out-of-the-box- এর সাপোর্ট থাকতে পারে।
- Tecno Camon 20 Premier 5G ফোনে থাকতে পারে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) সেনসর থাকতে পারে। তার সঙ্গে ১০৮ মেগাপিক্সেলের সেনসর (আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স) থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোনে অক্টা ফ্ল্যাশ বা রিং ফ্ল্যাশ ইউনিট থাকতে পারে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
- Tecno Camon 20 Premier 5G ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৪৫ ওয়াটের ওয়্যারড ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও থাকতে পারে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেনসর।
OnePlus Smartphone: ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি (OnePlus Nord 3 5G) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে আগামী ৫ জুলাই। এর সঙ্গে ওয়ানপ্লাস নর্ড সিই ৩ ৫জি ফোন এবং ওয়ানপ্লাস নর্ড বাডস ২আর ইয়ারবাডসও একই দিনে ভারতে লঞ্চ হবে। বলা হচ্ছে, ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন সম্ভবত OnePlus Ace 2V ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে লঞ্চ হতে চলেছে। এই ফোনে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে। এই ফোনে AMOLED প্যানেল থাকতে চলেছে। সেখানে 1.5K রেজোলিউশন পাওয়া যাবে। Tempest Gray এবং Misty Green- এই দুই রঙে লঞ্চ হতে পারে ওয়ানপ্লাস নর্ড ৩ ৫জি ফোন। একটি অ্যালার্ট স্লাইডার থাকতে পারে এই ফোনে। জানা গিয়েছে, ২৫৬ জিবি UFS 3.1 ইনবিল্ট স্টোরেজ থাকবে ওয়ানপ্লাসের আসন্ন ৫জি ফোনে। এছাড়াও এই ফোনে একটি অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্রসেসর থাকতে পারে। তার সঙ্গে ১৬ জিবি পর্যন্ত র্যাম থাকার সম্ভাবনা রয়েছে। এই ফোন অ্যান্ড্রয়েড ১৩ বেসড OxygenOS 13.1 out-of-the-box- এর সাহায্যে পরিচালিত হবে।
আরও পড়ুন- সাফল্যের পথে আসা সব ধরনের বাধা দূর করে, বাড়ির কোন দিকে রাখবেন অ্যালোভেরা গাছ ?