Tecno Pop 7 Pro: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে টেকনো পপ ৭ প্রো ফোন, কী কী ফিচার থাকতে পারে?
Smartphone: টেকনো পপ ৭ প্রো ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে।
Tecno Smartphone: টেকনো মোবাইল (Tecno Mobiles) সংস্থা জানিয়েছে তাদের নতুন ফোন টেকনো পপ ৭ প্রো (Tecno Pop 7 Pro) দ্রুত ভারতে লঞ্চ হতে চলেছে। অনুমান, এই ফোন টেকনো স্পার্ক গো এডিশন ২০২৩ যা চলতি বছরের শুরুর দিকে লঞ্চ হয়েছে তার রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে। টেকনো পপ ৭ ফোন প্রো ভারতে লঞ্চ হতে পারে আগামী সপ্তাহে। নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি।
টেকনো পপ ৭ প্রো ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- এই ফোনে থাকতে পারে একটি ৬.৬ ইঞ্চির এইচডি প্লাস IPS Dot Notch ডিসপ্লে। এই ফোনে একটি কোয়াড কোর চিপসেট থাকতে পারে। সম্ভবত মিডিয়াটেক হেলিও এ২২ প্রসেসর থাকার কথা রয়েছে এই ফোনে। এছাড়াও শোনা যাচ্ছে, টেকনো পপ ৭ প্রো ফোনে ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ থাকতে পারে।
- এই ফোনে একটি ১৩ মেগাপিক্সেলের এআই মেন ক্যামেরা সেনসর থাকতে পারে। এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। ফোনের ব্যাক প্যানেলের রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও রয়েছে ফেস রেকগনিশন ফিচার।
- টেকনো পপ ৭ প্রো ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১০ ওয়াটের ওয়্যারড চার্জিং ফিচার থাকার সম্ভাবনা রয়েছে। ইউএসবি টাইপ-সি চার্জার দিয়ে এই ফোনে চার্জ দেওয়া সম্ভব।
Lava Blaze 5G: গত বছর নভেম্বর মাসে ভারতে লঞ্চ হয়েছিল লাভা ব্লেজ ৫জি (Lava Blaze 5G) ফোন। ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছিল এই ভ্যারিয়েন্ট। দাম ছিল ১০ হাজার টাকার মধ্যে। এবার নতুন র্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি (Lava Smartphone) ফোন। নতুন মডেলে রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সিস্টেমের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এছাড়াও রয়েছে ৩ জিবি এক্সপ্যান্ডেবল র্যাম ফিচার। লাভা ব্লেজ ৫জি ফোনের এই নতুন ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। তবে লঞ্চ অফার হিসেবে রয়েছে সামান্য ছাড়। সেক্ষেত্রে ১১,৪৯৯ টাকায় কেনা যাবে এই ফোনের নতুন ভ্যারিয়েন্ট। গ্লাস গ্রিন এবং গ্লাস ব্লু- এই দুই রঙে লঞ্চ হয়েছে লাভা ব্লেজ ৫জি ফোন। কেনা যাবে সংস্থার ই-স্টোর এবং অ্যামাজন থেকে।
আরও পড়ুন- ১০ মিনিটেরও কম সময়ে ফুল চার্জ হবে ফোন ! কীভাবে হবে এমন ম্যাজিক?