Tecno Pova 3: ৭০০০ এমএএইচের ব্যাটারির সবচেয়ে সস্তা স্মার্টফোন, জেনে নিন এই মোবাইলের দাম ও স্পেকস
Tecno Pova 3 Launched: কোম্পানির এই ফোন নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। এবার ফিলিপিন্সে লঞ্চ করা হয়েছে Tecno Pova 3।
Tecno Pova 3 Launched: কোম্পানির এই ফোন নিয়ে আলোচনা চলছিল অনেকদিন ধরেই। এবার ফিলিপিন্সে লঞ্চ করা হয়েছে Tecno Pova 3। 90Hz-এর রিফ্রেশ রেট সহ একটি 6.9-ইঞ্চি LCD ডিসপ্লে রয়েছে মোবাইলে। এমনকী ফোনের বডিও বেশ আকর্ষণীয় রাখা হয়েছে। এই ফোন 6GB পর্যন্ত RAM ও 128GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ সহ MediaTek Helio
G88 চিপসেটে চলে।
Tecno Pova 3: ফোনের স্পেকস ও ফিচার
স্মার্টফোনটির লুক ও ফিচার অনেকেরই পছন্দ হয়েছে। 50MP-র একটি ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে এতে। এটি Android 11-ভিত্তিক HiOS-এ চলে। এতে 25W দ্রুত চার্জিং ও ভাল ব্যাটারি ব্যাকআপের সাপোর্ট পাবেন।
Tecno Pova 3 : ফোনের দাম কত জানেন ?
Tecno Pova 3 এর দাম 4GB + 64GB স্টোরেজ মডেলের জন্য 13,300 টাকা থেকে শুরু হচ্ছে। সেখানে 6GB + 128GB ভ্যারিয়েন্টের দাম প্রায় 13,900 টাকা রাখা হয়েছে। স্মার্টফোনটি ইকো ব্ল্যাক, ইলেকট্রিক ব্লু ও টেক সিলভার রঙের বিকল্পে পাওয়া যাচ্ছে। 31 মে থেকে কেনা যাবে এই ফোন। স্মার্টফোনটি ভারত সহ অন্যান্য বাজারে কবে পাওয়া যাবে তা এখনও প্রকাশ করেনি টেকনো।
Tecno Pova 3 স্পেসিফিকেশন: এই বিশেষ বৈশিষ্ট্য ফোনে
ডুয়াল-সিম (ন্যানো) টেকনো পোভা 3 অ্যান্ড্রয়েড 11-ভিত্তিক HiOS-এ চলে। এতে একটি 6.9-ইঞ্চি ফুল-এইচডি +(1,080x2,460 পিক্সেল) এলসিডি ডিসপ্লে রয়েছে। যার রিফ্রেশ রেট 90Hz। স্মার্টফোনটি একটি অক্টা-কোর MediaTek Helio G88 চিপসেটে চলে। 6GB পর্যন্ত RAM রয়েছে ফোনে। এর মেমরি 11GB পর্যন্ত প্রসারিত করা যেতে পারে। তবে এর জন্য
"মেমরি ফিউশন"-এর সাপোর্ট লাগে।
Tecno Pova 3: ক্যামেরা কেমন ফোনে
এই ফোনের ফটো ও ভিডিওর জনন্য একটি 50-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা ও সেকেন্ডারি টারশিয়ারি ক্যামেরা দেওয়া হয়েছে। স্মার্টফোনটিতে সেলফি ও ভিডিও চ্যাটের জন্য ডুয়াল ফ্ল্যাশ সহ একটি 8-মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং সেন্সর দিয়েছে কোম্পানি।
Tecno Pova 3: ফোনে ৭০০০-এর ব্যাটারি
128GB পর্যন্ত ইনবিল্ড স্টোরেজ রয়েছে ফোনে। হ্যান্ডসেটের সংযোগের বিকল্পগুলির মধ্যে রয়েছে 4G, Wi-Fi, Bluetooth, NFC, GPS ও USB Type-C পোর্ট। বোর্ডের সেন্সরগুলির মধ্যে রয়েছে একটি অ্যাক্সিলোমিটার, অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর, ই-কম্পাস, বায়োমেট্রিক সার্টিফিকেশনের জন্য প্রক্সিমিটি সেন্সর সহ একটি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। হ্যান্ডসেটটি 7,000mAh এর সাথে পাওয়া যায়। 10W রিভার্স চার্জিং সাপোর্ট সহ 25W দ্রুত চার্জিং সাপোর্ট করে এই ফোন। এটি বক্সে 33W চার্জার সহ আসে।
আরও পড়ুন : Smartphone Tips: থমকে যাচ্ছে স্মার্টফোন ? মিনিটে সুপারফাস্ট করার রইল ৬টি উপায়