Tecno Smartphone: টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?
Tecno Pova 6 Pro 5G: ১৫ হাজার টাকার কমেই ভারতে এই ফোনের দাম শুরু হবে বলে অনুমান করা হচ্ছে।
![Tecno Smartphone: টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে? Tecno Pova 6 Pro 5G India Launch Date Set for March 29 Check the Expected Price and Specifications Tecno Smartphone: টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন ভারতে কবে লঞ্চ হবে? কী কী ফিচার থাকতে পারে এই ডিভাইসে?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/23/298ae6f52eb422005056b677d056fed51711171513315485_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
Tecno Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো (Tecno Smartphone) সংস্থার নতুন ফোন। আগামী ২৯ মার্চ ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন (Tecno Pova 6 Pro 5G)। চলতি বছর মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস (Mobile World Congress 2024) ইভেন্টে প্রকাশ্যে এসেছিল টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন। এবার এই গেমিং স্মার্টফোন (Gaming Smartphone) আসছে ভারতে। জানা গিয়েছে, এই ফোনে থাকতে পারে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। তার সঙ্গে ১২ জিবি পর্যন্ত র্যাম যুক্ত থাকার কথা রয়েছে। টেকনো সংস্থার আসন্ন ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের চার্জিং সাপোর্ট থাকতে পারে। এছাড়াও এই ফোনে থাকতে পারে ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট, যেখানে ১০৮ মেগাপিক্সেলের একটি প্রাইমারি সেনসর থাকার কথা রয়েছে। টেকনো পোভা ৫ প্রো ফোন যা গতবছর লঞ্চ হয়েছিল তারই সাকসেসর মডেল হিসেবে লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন। আগের বছর লঞ্চ হওয়া ফোনের সঙ্গে দামে নতুন ফোনের মিল থাকবে বলে অনুমান করা হচ্ছে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোন।
টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনের সম্পর্কে কী কী জানা গিয়েছে
- ৬.৭৮ ইঞ্চির একটি এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হতে পারে।
- এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর থাকতে পারে। এর সঙ্গে ১২ জিবি র্যাম এবং ২৫৬ জিবি অনবোর্ড স্টোরেজ যুক্ত থাকার কথা রয়েছে।
- এই ফোনের ইনবিল্ড র্যামের পরিমাণ ভার্চুয়াল ভাবে ২৪ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের সাহায্যে এই র্যামের পরিমাণ বাড়ানো যাবে।
- টেকনো পোভা ৬ প্রো ৫জি ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে পারে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর এবং এলইডি ফ্ল্যাশ থাকার কথা রয়েছে।
- এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি এবং ৭০ ওয়াটের চার্জিং ও ১০ ওয়াটের রিভার্স চার্জিং ফিচারের সাপোর্ট থাকতে পারে। ফোনের রেয়ার প্যানেলে থাকতে পারে dynamic MiniLED lighting সাপোর্ট। এছাড়াও এই ফোনে Dolby Atmos spatial sound সাপোর্ট থাকার কথা রয়েছে।
আরও পড়ুন- পোকো সি৬১ ফোন ভারতে কবে লঞ্চ হতে চলেছে? কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে এই ফোনে?
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)