এক্সপ্লোর
Tech Tips: স্মার্টফোন 'দীর্ঘজীবী' করতে চান? তাহলে মেনে চলুন সহজ কয়েকটি নিয়ম
Smartphone: কীভাবে একটা স্মার্টফোন দীর্ঘদিন টিকিয়ে রাখবেন তা কী জানা রয়েছে? না থাকলে জেনে নিন সহজ কিছু নিয়ম।

প্রতীকী ছবি
Tech Tips: স্মার্টফোন (Smartphone), একুশ শতকে উন্নত প্রযুক্তির এই আবিষ্কার আমাদের নিত্যসঙ্গী। মুঠোফোনেই আজকাল আক্ষরিক অর্থে বন্দি রয়েছে গোটা দুনিয়া। ব্যাপক হারে বাড়ছে স্মার্টফোনের ব্যবহার। সকলেরই হাতে হাতে ঘুরছে এই ডিভাইস (Device)। নিত্যনতুন স্মার্টফোন লঞ্চ হচ্ছে। পাল্লা দিয়ে বিক্রিও হচ্ছে। কিন্তু কীভাবে একটা স্মার্টফোন দীর্ঘদিন টিকিয়ে রাখবেন তা কী জানা রয়েছে? না থাকলে জেনে নিন সহজ কিছু নিয়ম (Tech Tips)।
- প্রথমেই যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চার্জে বসিয়ে কোনওভাবেই ফোনে কথা বলবেন না। এই সময় ফোন বেশি ঘাঁটাঘাঁটি না করাই ভাল। কারণ চার্জে ফোন বসিয়ে নাগাড়ে তা ব্যবহার করলে ব্যাটারির বারোটা তো বাজেই। সেই সঙ্গে ফোন বিস্ফোরণের মতো দুর্ঘটনার সম্ভাবনাও থাকে।
- স্মার্টফোন পরিষ্কার রাখা প্রয়োজন। ফোনে কভার লাগানো থাকলে তা খুলে নিয়ে মাঝে মাঝে পরিষ্কার করুন। নাহলে ফোনে ধুলো জমে তা নষ্ট হতে পারে।
- বৃষ্টির জল বা সূর্যের অতিরিক্ত তেজ, ফোনের জন্য কোনওটাই ভাল নয়। তাই বৃষ্টি বা চড়া রোদের সংস্পর্শে ফোন যত কম রাখবেন, ততই বেশি টেঁকসই হবে আপনার ডিভাইস।
- একগুচ্ছ অ্যাপ ফোনে ডাউনলোড করে না রাখাই ভাল। এতে ফোন স্লো হয়। তার পাশাপাশি সুরক্ষা কমে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই প্রয়োজনীয় অ্যাপ ছাড়া বাকি অ্যাপ ফোন থেকে ডিলিট করে দিন।
- নিয়মিত ফোন আপডেট রাখাও প্রয়োজন। ফোনের সফটওয়্যার আপডেট না হলে ডিভাইস স্লো হয়ে যেতে বাধ্য। তখন ইউজারের কাজ করতে প্রবল অসুবিধা হবে।
- কখনই আপনার প্যান্টের ব্যাক বা পিছনের পকেটে ফোন রাখবেন না। অসাবধানতায় চাপ পড়ে গেলে ফোন ভেঙেও যেতে পারে। তাই সামনের পকেটে ফোন রাখুন।
- যখন ফোনের ব্লুটুথ ব্যবহার করবেন না তখন তা অফ করে রাখুন। তাহলে ব্যাটারি লাইফ বেশিক্ষণ বজায় থাকবে। বারবার ফোন অন-অফ করবেন না। চার্জ দেওয়ার সময় ফোন সুইচ অফ করে চার্জ দিতে পারলেই ভাল। বারবার ফোনের ইন্টারনেট অন-অফ করাও উচিত নয়।
আরও পড়ুন- নতুন জেনফোন লঞ্চ করবে আসুস? কী কী ফিচার থাকতে পারে
প্রযুক্তি (Technology) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খবর
খুঁটিনাটি






















