Twitter CoTweets Feature: ট্যুইটারে নতুন ফিচার, কী সুবিধা দেবে 'কোট্যুইট'
CoTweets Feature: ব্যবহারকারীদের কথা মাথায় রেখে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে নতুন বৈশিষ্ট্য যোগ করতে চলেছে ট্যুইটার। বর্তমানে CoTweet নিয়ে কাজ করছে কোম্পানি।
CoTweets Feature: ব্যবহারকারীদের কথা মাথায় রেখে মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে নতুন বৈশিষ্ট্য যোগ করতে চলেছে ট্যুইটার। বর্তমানে CoTweet নিয়ে কাজ করছে কোম্পানি। এতদিন এক ট্যুইটার হ্যান্ডেল থেকে একজনই ট্যুইট করতে পারতেন। এবার নতুন বৈশিষ্ট্যটি চালু হওয়ার পরে, দু'জন ব্যবহারকারী একসঙ্গে ট্যুইট করতে একই প্লাটফর্ম থেকে।
Twitter CoTweets Feature: এখন কোথায় পাওয়া যাচ্ছে সুবিধা ?
এই ফিচারের মাধ্যমে একই ট্যুইট দু'জন ব্যবহারকারী দেখতে পাবেন। এই নতুন ফিচারটি ইনস্টাগ্রামের কোলাবরেশন ফিচারের মতোই হবে। এই মুহুর্তে এই বৈশিষ্ট্যটি কেবল কানাডা, কোরিয়া ও আমেরিকার কিছু ব্যবহারকারীর জন্য লাইভ হয়েছে। এই নতুন বৈশিষ্ট্যটি আপাতত পরীক্ষামূলক পর্যায়ে রয়েছে।
CoTweet আসলে কী ?
এই ফিচারের মাধ্যমে কোটগুলি এমনভাবে ট্যুইট হবে, যাতে একই সঙ্গে উভয় ব্যবহারকারীর প্রোফাইলেই এই পোস্ট দেখা যায়। উভয় ব্যবহারকারীর ফলোয়াররাও তাদের টাইমলাইনে এই ট্যুইটগুলি শেয়ার করতে পারেন। কোট্যুইট বোঝা খুবই সহজ। আপনি যদি কোনও ট্যুইটের হেডারে দুই ব্যক্তির প্রোফাইল পিকচার ও ইউজার নেম দেখতে পান, তাহলে বুঝে যাবেন এটি কোনও কোট বা উদ্ধৃতির অংশ। ট্যুইটারের এই নতুন বৈশিষ্ট্যের মাধ্যমে ইউজাররা নিজেদের মধ্যে জোট বেঁধে আরও বৃহত্তর দর্শকের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে পারবেন।
CoTweet কীভাবে কাজ করবে ?
এই নতুন ফিচারে উভয় ব্যবহারকারীর সম্মতির পরে একজন ব্যবহারকারী অন্যের প্রোফাইল থেকে কিছু লিখতে পারবেন। সেই ক্ষেত্রে লেখার বিষয়ে অন্য ব্যবহারকারীর কাছে ইনভিটেশন রিকোয়েস্ট পাঠাতে হবে অনুরোধকারীকে। একবার অপরপক্ষের সম্মতি পাওয়া গেলেই উদ্ধৃতিটি ব্যবহারকারী ও তাদের ফলোয়রদের প্রোফাইলে চলে যাবে।একই সময়ে টাইমলাইনে পোস্ট করা হবে এই কোট। অন্যদিকে, অন্য ব্যবহারকারী অনুরোধটি প্রত্যাখ্যান করলে উদ্ধৃতি অনুরোধটি মুছে ফেলা হবে। শীঘ্রই বিশ্বের সব গ্রাহকদের কাছে পৌঁছে যেতে পারে এই ফিচার।
আরও পড়ুন : পুরোনো মোবাইল বিক্রি করছেন ? আগে এই কাজ না করলে বিপদ !