Twitter: কাজ করছে না ট্যুইটার! অ্যাপ থেকে ওয়েবসাইট সমস্যা সর্বত্র, ক্ষুব্ধ নেটিজেনরা
Twitter Down: বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ইউজাররা অভিযোগ করেছেন যে ট্যুইটার কাজ করছে না। নানা ধরনের সমস্যা দেখা দিয়েছে।
Twitter Down: কাজ করছে না ট্যুইটার (Twitter), বিশ্বের বিভিন্ন অংশ থেকে এমনই অভিযোগ জানিয়েছেন ট্যুইটারিয়ানরা। বিশ্বের বিভিন্ন প্রান্তে ইউজাররা ট্যুইটার (Twitter Down) ব্যবহার করতে গিয়ে নানা সমস্যা পড়েছে। কারও ক্ষেত্রে কাজ করছে না ট্যুইটার অ্যাপ (Twitter App)। কোথাও বা ট্যুইটারের ওয়েবসাইটে লগ-ইন করার ক্ষেত্রে সমস্যা দেখা দিয়েছে। বৃহস্পতিবার ১৪ জুলাই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্মে (Microblogging Platform) ট্যুইটারে এই সমস্যা দেখা দিয়েছে বলে অভিযোগ করেছেন ইউজাররা। পরিসংখ্যান অনুসারে, ফেব্রুয়ারি মাসের পর এবার জুলাই মাসে ট্যুইটারে নতুন করে সমস্যা দেখা দিয়েছে। অর্থাৎ মাঝে ছিল চার মাসের ব্যবধান।
ট্যুইটারে লগ-ইন করতে গেলেই দেখা গিয়েছে error message। ইউজাররা অভিযোগ করেছেন যে, this page is down- এই মেসেজ দেখা গিয়েছে। প্রায় ৬৫ শতাংশ ইউজার ট্যুইটারের ওয়েবসাইটে লগ-ইন করতে গিয়ে সমস্যায় পড়েছেন। ৩৪ শতাংশ ইউজার ট্যুইটার অ্যাপ খুলতে গিয়ে বাধা পেয়েছেন। Downdetector- এটি একটি outage monitoring ওয়েবসাইট। এই সাইটের রিপোর্টেই উল্লিখিত তথ্য দেওয়া হয়েছে। শোনা গিয়েছে, over capacity- এই জাতীয় মেসেজও পেয়েছেন ইউজাররা। ট্যুইটার ওয়েব, অ্যাপ এবং TweetDeck অ্যাপ, সবের ক্ষেত্রেই একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন বিশ্বের বিভিন্ন প্রান্তের ট্যুইটারিয়ানরা।
সাধারণত দেখা যায় কখনও কোনও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম যেমন- ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সঠিক ভাবে কাজ না করলে ইউজাররা সরাসরি ক্ষোভ উগরে দেন ট্যুইটারে। এটাই হালফিলের ট্রেন্ড। কিন্তু যদি সেই ট্যুইটারই সঠিক ভাবে কাজ না করে, বিশ্বজুড়ে খানিকক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যায়, তাহলে কোথায় অভিযোগ জানাবেন ইউজাররা, এই প্রশ্নও তুলেছেন নেটিজেনরা। অনেকে আবার মজা করে এমনও বলেছেন যে ট্যুইটার কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে যাওয়ার ফলে কার্যত 'হার্ট অ্যাটাক' হয়ে গিয়েছে কিছু ইউজারের। কেউ বা আবার এও বলছেন যে ইউজাররা যে এই মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম কতটা পছন্দ করেন তা কিন্তু তাঁরা বুঝিয়ে দিয়েছেন।
আরও পড়ুন- নেটফ্লিক্স-মাইক্রোসফট জোট, আসছে কম দামের Ad-Supported সাবস্ক্রিপশন