(Source: ECI/ABP News/ABP Majha)
Smartphones: মার্চ মাসে ভারতে লঞ্চ হতে চলেছে কোন কোন স্মার্টফোন, রইল তালিকা
Upcoming Smartphones: মার্চ মাসে ইতিমধ্যেই বেশ কয়েকটি ফোন ভারতে লঞ্চ হয়েছে। আগামী দিনে আরও কয়েকটি ফোন লঞ্চ হতে চলেছে। সেই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নিন।
Smartphones: মার্চ মাসে ভারতে বেশ কয়েকটি স্মার্টফোন (Smartphones) লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই লঞ্চ হয়েছে ইনফিনিক্স স্মার্ট ৮ প্লাস (Infinix Smart 8 Plus)। এছাড়াও লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এফ১৫ ৫জি (Samsung Galaxy F15 5G) এবং নোকিয়া জি৪২ ৫জি (Nokia G42 5G) ফোনের নতুন ভ্যারিয়েন্ট। আরও অনেকগুলি ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। সেই তালিকায় কোন কোন ফোন রয়েছে, কবে লঞ্চ হবে, কী কী ফিচার থাকতে পারে, একনজরে দেখে নেওয়া যাক।
নাথিং ফোন ২এ
আগামী ৫ মার্চ নাথিং সংস্থার তৃতীয় ফোন হিসেবে ভারতে আসছে নাথিং ফোন ২এ। এই ফোনের দাম ২৫ হাজার টাকার আশপাশে থাকবে বলে অনুমান। এই ফোনে ৬.৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত OLED ডিসপ্লে থাকতে চলেছে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এছাড়াও জানা গিয়েছে এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর থাকবে।
রিয়েলমি ১২ সিরিজ ৫জি
আগামী ৬ মার্চ এই স্মার্টফোন সিরিজ লঞ্চ হবে। এখানে থাকবে রিয়েলমি ১২ এবং রিয়েলমি ১২ প্লাস। এই প্লাস মডেলে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে থাকতে পারে। এছাড়াও থাকবে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। ট্রিপল রেয়ার ক্যামেরা থাকতে চলেছে এই ফোনে। সেখানে Sony LYT-600 লেন্স থাকার কথা রয়েছে। এই ফোনের দাম হতে পারে ২০ হাজার টাকার আশপাশে।
শাওমি ১৪
আগামী ৭ মার্চ শাওমি ১৪ ফোন ভারতে লঞ্চ হবে। ৬.৩৬ ইঞ্চির কমপ্যাক্ট ডিসপ্লে থাকতে চলেছে এই ফোনে যেখানে 1.5k রেজোলিউশন পাওয়া যাবে এবং রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন লেন্স, ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স, ৫০ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেনসর থাকবে। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর থাকবে বলে শোনা গিয়েছে। এছাড়াও ৪১৬০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট থাকবে এই ফোনে। শাওমি ১৪ ফোনের দাম ৬০ হাজার টাকার আশপাশে হবে ভারতে।
ভিভো ভি৩০ সিরিজ
এই স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে আগামে এ৭ মার্চ। ভিভো ভি৩০ এবং ভিভো ভি৩০ প্রো- এই দুই ফোন ভারতে লঞ্চ হবে। প্রো মডেলে থাকতে চলেছে কার্ভড AMOLED স্ক্রিন, ZEISS ব্র্যান্ডের ক্যামেরা সেনসর, মিডিয়াটেক ডিমেনসিটি ৮২০০ প্রসেসর। এর সঙ্গে যুক্ত থাকবে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকবে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর থাকার কথা রয়েছে। এর সঙ্গে একটি পেরিস্কোপ টেলিফটো লেন্স থাকতে চলেছে।
আরও পড়ুন- ২০০ মেগাপিক্সেল ক্যামেরার ফোন কিনবেন? অ্যামাজন থেকে কোন কোন মডেল কেনা যাবে?