Vivo Phones: বাড়ছে ৫জি ফোনের চাহিদা, ভারতের বাজারে ফের সস্তায় ৫জি ফোন আনল ভিভো
Vivo Y28 Series: ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২৮ সিরিজের দুটো বাজেট ৫জি ফোন- ভিভো ওয়াই২৮এস এবং ভিভো ওয়াই২৮ই। এই দুই ফোন কত দামে দেশে কেনা যাবে জেনে নিন।
Vivo Phones: ভিভো ওয়াই২৮এস (Vivo Y28s) এবং ভিভো ওয়াই২৮ই (Vivo Y28e)- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ভিভো- র এই দুই ফোনেই পাবেন ৫জি সাপোর্ট (Vivo Y28 Series)। এগুলি বাজেট সেগমেন্টের ফোন (Budget 5G Phone)। অর্থাৎ দাম সাধ্যের মধ্যেই রয়েছে। ভিভো ওয়াই২৮ সিরিজের এই দুই ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস ৫জি প্রসেসরের সাহায্যে। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র্যাম যুক্ত রয়েছে। এর পাশাপাশি ভিভো ওয়াই২৮এস এবং ভিভো ওয়াই২৮ই- এই দুই ফোনে ৬.৫৬ ইঞ্চির এলসিডি স্ক্রিন রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এছাড়াও ভিভো ওয়াই২৮ সিরিজের এই দুই ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি। এই দুই ফোনই IP64 রেটিং যুক্ত ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ধুলো এবং জলে ফোন নষ্ট হবে না। এই দুই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ভিভো ওয়াই২৮এস ফোনে ৫০ মেগাপিক্সেলের Sony IMX852 প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। অন্যদিকে ভিভো ওয়াই২৮ই ফোনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের একটি মেন রেয়ার ক্যামেরা সেনসর।
ভারতে ভিভো ওয়াই২৮এস এবং ভিভো ওয়াই২৮ই - এই দুই ৫জি ফোন কত দামে কেনা যাবে, কী কী রঙে কেনা যাবে এবং কোথা থেকে কেনা যাবে জেনে নিন বিস্তারিত
ভিভো ওয়াই২৮এস ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ১৩,৯৯৯ টাকা। অন্যদিকে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৪৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল, যার দাম ১৬,৯৯৯ টাকা। ভিন্টেজ রেড এবং টুইঙ্কলিং পার্পল- এই দুই রঙে কেনা যাবে ভিভো ওয়াই২৮এস ৫জি ফোন।
ভিভো ওয়াই২৮ই ৫জি ফোনের ৪ জিবি র্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১০,৯৯৯ টাকা। এছাড়াও রয়েছে ৪ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ যুক্ত মডেল যার দাম ১১,৯৯৯ টাকা। ভিন্টেজ রেড এবং ব্রিজ গ্রিন- এই দুই রঙে ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই২৮ই ৫জি ফোন।
ভারতে আনুষ্ঠানিক লঞ্চের পর ভিভো ওয়াই৮২ সিরিজের এই দুই ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট ইন্ডিয়ার ওয়েবসাইট, ভিভো ইন্ডিয়া ই-স্টোর এবং দেশের বিভিন্ন বড় রিটেল স্টোর থেকে।
আরও পড়ুন- মাত্র ৫১ টাকায় আনলিমিটেড ৫জি পরিষেবা, জিও- র এই তিন রিচার্জ প্ল্যানের কথা জানেন?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।