Vivo T2 5G Series: এপ্রিলেই ভারতে আসছে ভিভো টি২ ৫জি সিরিজ, কবে লঞ্চ? কী কী মডেল থাকছে?
Vivo Smartphone: ভিভো টি২ ৫জি সিরিজের ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে চলেছে। নীল এবং সোনালি রঙে এই দুই ফোন লঞ্চ হতে পারে।
Vivo T2 5G Series: এপ্রিল মাসেই ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি২ ৫জি সিরিজ (Vivo T2 5G Series)। এই স্মার্টফোন সিরিজে থাকতে চলেছে ভিভো টি২ ৫জি (Vivo T2 5G) এবং ভিভো টি২এক্স ৫জি (Vivo T2x 5G) ফোন। ভিভো টি১ সিরিজের সাকসেসর হিসেবে এই নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হচ্ছে বলে মনে করা হচ্ছে। ভিভো টি১ সিরিজ গতবছর লঞ্চ হয়েছিল ভারতে। লঞ্চের পর সম্ভবত ভিভো টি২ ৫জি সিরিজের ফোন কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। সারা দেশে ভিভো সংস্থার যেসব রিটেল স্টোর রয়েছে সেখানেও পাওয়া যাবে ভিভো টি২ ৫জি এবং ভিভো টি২এক্স ৫জি ফোন। আগামী ১১ এপ্রিল ভিভোর নতুন স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হতে চলেছে। ভিভো টি২ ৫জি সিরিজের ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর থাকতে চলেছে। নীল এবং সোনালি রঙে এই দুই ফোন লঞ্চ হতে পারে বলে দেখা গিয়েছে অফিশিয়াল টিজারে।
ভিভো টি২ ৫জি সিরিজের ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন
- ভিভো টি২ ৫জি ফোনে থাকতে পারে একটি AMOLED ডিসপ্লে। এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার ক্যামেরা সেনসর থাকতে পারে। তার সঙ্গে যুক্ত থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার।
- অন্যদিকে আবার শোনা গিয়েছে, ভিভো টি২এক্স ৫জি ফোন যে দামে লঞ্চ হবে, এত কম দামে ভিভো সংস্থা ভারতে এখনও পর্যন্ত কোনও ফোন লঞ্চ করেনি।
- ভিভো টি২ ৫জি ফোন ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে। এছাড়াও ভিভো টি২এক্স ৫জি ফোন ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ, ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে।
- শোনা যাচ্ছে, এপ্রিলেই ভারতে লঞ্চ হতে পারে ভিভো টি২ ৫জি সিরিজ। এর দাম শুরু হতে পারে ২০ হাজার টাকার কমে। ভিভো টি২ ৫জি ফোনে থাকতে পারে একটি অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। অন্যদিকে ভিভো টি২এক্স ৫জি ফোনে থাকতে পারে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ চিপসেট।
- ভিভো টি২ ৫জি সিরিজের দুটো ফোনেই এইচডি প্লাস রেজোলিউশনের ডিসপ্লে এবং অ্যান্ড্রয়েড ১৩-র সাপোর্ট থাকার সম্ভাবনা রয়েছে।
Poco C51: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ভারতে লঞ্চ হতে চলেছে পোকো 'সি' সিরিজের (Poco C Series) নতুন ফোন পোকো সি৫১। আগামী ৭ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হবে। পোকো 'সি' সিরিজের এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে।
আরও পড়ুন- রাত পোহালেই ভারতে আসছে পোকো সি৫১ ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?