Poco C51: রাত পোহালেই ভারতে আসছে পোকো সি৫১ ফোন, কী কী ফিচার থাকার সম্ভাবনা রয়েছে?
Poco Smartphone: বলা হচ্ছে, রেডমি এ২ প্লাস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো সি৫১ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে।
Poco C51: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরেই ভারতে লঞ্চ হতে চলেছে পোকো 'সি' সিরিজের (Poco C Series) নতুন ফোন পোকো সি৫১। আগামী ৭ এপ্রিল এই ফোন ভারতে লঞ্চ হবে। পোকো 'সি' সিরিজের এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে। এই ফোনে থাকতে চলেছে একটি ৬.৫২ ইঞ্চির ডিসপ্লে এবং মিডিয়াটেক হেলিও জি৩৬ প্রসেসর। এছাড়াও পোকো সি৫১ ফোনে থাকতে পারে ৫০০০ এমএএইচ ব্যাটারি। বলা হচ্ছে, রেডমি এ২ প্লাস ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হিসেবে পোকো সি৫১ ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। অ্যান্ড্রয়েড ১৩ (গো এডিশন)- এর সাহায্যে পোকো সি৩১ ফোন পরিচালিত হতে পারে।
র্যাম সাপোর্ট- পোকো সি৫১ ফোনে ইনবিল্ট হিসেবে ৪ জিবি পর্যন্ত র্যাম থাকতে পারে। এই র্যামের পরিমাণ ৭ জিবি পর্যন্ত বাড়ানো সম্ভব। অর্থাৎ ভার্চুয়াল হিসেবে ৩ জিবি র্যামের পরিমাণ বাড়ানো যাবে।
ক্যামেরা ফিচার- পোকো সি৫১ ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। সেখানে ৮ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর থাকার সম্ভাবনা রয়েছে।
Vivo X90 Series: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ভিভো এক্স৯০ সিরিজ। এখনও নির্দিষ্ট দিনক্ষণ জানা যায়নি। তবে ভিভোর নতুন স্মার্টফোন সিরিজ লঞ্চ হতে আর বেশি দেরি নেই। এই স্মার্টফোন সিরিজে ভিভো এক্স৯০ (Vivo X90) এবং ভিভো এক্স৯০ প্রো (Vivo X90 Pro)- এই দুই ফোন লঞ্চ হতে পারে। এপ্রিল মাসেই ভিভো টি২ ৫জি সিরিজ ভারতে লঞ্চ হবে। অনুমান তারপরে ভিভো এক্স৯০ সিরিজ ভারতে লঞ্চ হতে পারে।
Realme Narzo N55: ভারতে রিয়েলমি (Realme) সংস্থার নতুন ফোন লঞ্চ হতে চলেছে চলতি মাসেই। জানা গিয়েছে, আগামী ১২ এপ্রিল রিয়েলমি নারজো এন৫৫ (Realme Narzo N55) ফোন লঞ্চ হতে চলেছে ভারতে। জানা গিয়েছে, এই প্রথম রিয়েলমি এন সিরিজের কোনও ফোন ভারতে লঞ্চ হতে চলেছে। ই-কমার্স সংস্থা অ্যামাজন থেকে রিয়েলমি এন৫৫ ফোন কেনা যাবে। এছাড়াও কেনা যাবে রিয়েলমির সাইট থেকে। সম্ভবত ভারতে প্রাইম ব্লু রঙে লঞ্চ হতে চলেছে রিয়েলমি এন সিরিজের প্রথম ফোন।
OnePlus Nord CE 3 Lite 5G: ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি (OnePlus Nord Ce 3 Lite 5G) ফোন লঞ্চ হয়েছে ভারতে। ওয়ানপ্লাসের নর্ড সিরিজের (OnePlus Nord Series) এই ফোনে রয়েছে স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর। গতবছর লঞ্চ হয়েছিল ওয়ানপ্লাস নর্ড সিই ২ লাইট ৫জি ফোন। তারই সাকসেসর হিসেবে লঞ্চ হয়েছ ওয়ানপ্লাস নর্ড সিরিজের নতুন ফোন। এই ফোনে রয়েছে একটি ৬.৭২ ইঞ্চির ফুল এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। ওয়ানপ্লাস নর্ড সিই ৩ লাইট ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SuperVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে 'ডিসঅ্যাপিয়ার' হওয়া মেসেজও এবার ফিরিয়ে আনা যাবে! আসছে নতুন ফিচার