Vivo Phones: ভিভো-র ফোন পছন্দ, কালই আসছে নতুন মডেল, কী কী ফিচার থাকছেই?
Vivo T3 Ultra: ভিভো 'টি' সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকবে। এর পাশাপাশি দেখা যাবে থ্রি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ।
Vivo Phones: ভারতে ভিভো টি৩ আলট্রা (Vivo T3 Ultra) ফোন লঞ্চ হবে আগামীকাল অর্থাৎ ১২ সেপ্টেম্বর দুপুর ১২টায়। আর লঞ্চের পর এই ফোন অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট (Flipkart) থেকে। আনুষ্ঠানিক লঞ্চের আগে ভিভো- র এই আসন্ন ফোনের বেশ কিছু ফিচার নিশ্চিত করেছে সংস্থা। যেমন জানা গিয়েছে, ভিভো টি৩ আলট্রা ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকবে। এছাড়াও ভিভো 'টি' সিরিজের এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯২০০ প্লাস চিপসেট থাকবে। এর পাশাপাশি দেখা যাবে থ্রি কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। ভারতে এই ফোনের দাম (বেস মডেল) ৩৩ হাজার টাকার কম হবে বলে আভাস পাওয়া গিয়েছে।
কেমন ক্যামেরা ফিচার থাকবে ভিভো টি৩ আলট্রা ৫জি ফোনে
- ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট থাকতে চলেছে এই ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের Sony IMX921 মেন ক্যামেরা সেনসর থাকবে।
- এই মেন রেয়ার ক্যামেরা সেনসরে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট যুক্ত থাকবে।
- মেন রেয়ার ক্যামেরা সেনসরের সঙ্গে একটি ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড লেন্স থাকতে চলেছে ভিভো টি৩ আলট্রা ৫জি ফোনে।
- ভিভো টি৩ আলট্রা ফোনে ৫০ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর থাকবে।
- রেয়ার এবং ফ্রন্ট- দুটো ক্যামেরাতেই 4K ভিডিও রেকর্ডিং করা যাবে 60fps (frames per second)- এ।
ভিভো টি৩ আলট্রা ৫জি ফোনে আর কী কী ফিচার থাকতে পারে
- এই ফোনে ৬.৭৮ ইঞ্চির ডিসপ্লে থাকতে চলেছে। এটি একটি AMOLED স্ক্রিন হতে চলেছে। এখানে পাওয়া যাবে 1.5K রেজোলিউশন। এর পাশাপাশি থাকবে HDR10+ সাপোর্ট।
- ১২ জিবি পর্যন্ত র্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকতে চলেছে ভিভো টি৩ আলট্রা ৫জি ফোনে। এক্সটেন্ডেড র্যাম ফিচারের সাপোর্ট রয়েছে এই ফোনে। এর সাহায্যে ফোনের ব্যবহার না হওয়া স্টোরেজের মাধ্যমে ভার্চুয়াল ভাবে ২৪ জিবি পর্যন্ত র্যামের পরিমাণ বাড়ানো সম্ভব।
- ভিভো টি৩ আলট্রা ৫জি ফোন একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস হতে চলেছে। অর্থাৎ জলে সহজে নষ্ট হবে না।
- এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট থাকতে চলেছে।
আরও পড়ুন- ১৪ থেকে ১৬ বছরের আগে সোশাল মিডিয়ার ছোঁওয়া নয় শিশুদের, নিয়ম আসবে এই দেশে ?
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।