Vivo Phones: ভিভোর নতুন ফোন আসছে ভারতে, কী কী ফিচার থাকতে পারে?
Vivo T4 Lite 5G: ভারতে লঞ্চের পর ভিভো টি৪ লাইট ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে।

Vivo Phones: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো টি৪ লাইট ৫জি ফোন। ভিভো 'টি' সিরিজের এই নতুন ফোন ভিভো টি৩ লাইট ৫জি ফোনের সাকসেসর মডেল। গত বছর অর্থাৎ ২০২৪ সালের জুন মাসে ভারতে লঞ্চ হয়েছিল ভিভো টি৩ লাইট ৫জি ফোন। এবার তারই সাকসেসর মডেল লঞ্চ হতে চলেছে। আগামী ২৪ জুন দুপুর ১২টায় এই ফোন ভারতে লঞ্চ হবে। শোনা যাচ্ছে, ভিভো টি৪ লাইট ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকতে পারে। এছাড়াও এই ফোনে ৬.৭৪ ইঞ্চির ডিসপ্লে থাকার কথা রয়েছে। এর পাশাপাশি এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি সাপোর্ট পাওয়া যাবে। ভারতে লঞ্চের পর ভিভো টি৪ লাইট ৫জি ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টের মাধ্যমে। এছাড়াও ভিভো ইন্ডিয়ার ওয়েবসাইটেও তৈরি করা হয়েছে, একটি ওয়েব পেজ।
ভিভো টি৪ লাইট ৫জি ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৬৩০০ চিপসেট থাকবে একথা নিশ্চিত করেছে ভিভো ইন্ডিয়া ওয়েবসাইট। এছাড়াও এই ফোনে থাকবে ৬.৭৪ ইঞ্চির একটি ডিসপ্লে। দুটো রঙে এই ফোন লঞ্চ হবে ভারতে। ভিভো টি৪ লাইট ৫জি ফোনে থাকতে চলেছে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট। ডুয়াল সিমের সাপোর্টও থাকতে চলেছে এই ফোনে। আর ফোনের ইনবিল্ট স্টোরেজের পরিমাণ কিন্তু এক্সপ্যান্ডেবল স্টোরেজ। ২ টিবি পর্যন্ত বাড়ানো সম্ভব এই স্টোরেজের পরিমাণ। ফ্লিপকার্ট এবং ভিভো ইন্ডিয়া ওয়েবসাইট থেকে অনলাইনে ভিভো টি৪ লাইট ৫জি ফোন কেনা যাবে বলে জানা গিয়েছে। এছাড়াও পাওয়া যাবে নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকে।
ভিভো টি৪ লাইট ৫জি ফোনে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি থাকবে। ভিভো সংস্থার দাবি ভারতে এই ফোনের দাম শুরু হবে ১০ হাজার টাকার আশপাশ থেকে। অর্থাৎ বেস মডেলের দাম ১০ হাজার টাকার আসপাশে থাকবে। একবার পুরো চার্জ দিলে অর্থাৎ ১০০ শতাংশ চার্জ দিলে ৭০ ঘণ্টার বেশি সময় মিউজিক প্লেব্যাক টাইম সাপোর্ট এবং ১৯ ঘণ্টার বেশি গেমিং টাইম সাপোর্ট পাওয়া যাবে এই ফোনে। সঙ্গে ইউজাররা পাবেন ২২ ঘণ্টার বেশি ভিডিও স্ট্রিমিং অপশন। বলা হচ্ছে, ভিভো সংস্থার মোস্ট অ্যাফোর্ডেবল ৫জি ফোন হতে চলেছে ভিভো টি৪ লাইট, এই মডেল।
ভারতে সম্প্রতি লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন
ভারতে লঞ্চ হয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোন। ভিভো ওয়াই সিরিজের এই ফোনে রয়েছে ৫৫০০ এমএএইচ ব্যাটারি এবং ৯০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনের ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিটে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে রয়েছে একটি ৪ এনএম অক্টা-কোর মিডিয়াটেক ডিমেনসিটি ৭৩০০ চিপসেট। এর সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। ভিভো ওয়াই সিরিজের এই ফোন ৭.৪৯ মিলিমিটার পুরু। স্লিম ডিজাইনের এই ফোনে রয়েছে থ্রিডি কার্ভ ডিসপ্লে। এআই যুক্ত একাধিক ফিচারের সাপোর্ট রয়েছে ভিভো ওয়াই৪০০ প্রো ৫জি ফোনে। সেই তালিকায় রয়েছে গুগলের সার্কেল টু সার্চ ফিচারও।























