Vivo Smartphones: ভারতে লঞ্চ হল ভিভো এক্স১০০ সিরিজ, মূল আকর্ষণ ক্যামেরা, দাম কত? কী কী ফিচার রয়েছে?
Vivo X100 Series: ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোন লঞ্চ হয়েছে ভারতে। ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে এই দুই ফোন কেনা যাবে।
Vivo Smartphones: ভারতে লঞ্চ হয়েছে ভিভো এক্স১০০ সিরিজ (Vivo X100 Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হয়েছে ভিভো এক্স১০০ (Vivo X100) এবং ভিভো এক্স১০০ প্রো (Vivo X100 Pro) - এই দুই ফোন। ভিভো এক্স১০০ সিরিজের ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসর। এছাড়াও এই দুই ফোন ওয়াটার অ্যান্ড ডাস্ট রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ জল এবং ধুলোয় নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা কম। ট্রিপল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে ভিভো এক্স১০০ সিরিজের ফোনে। এখানে রয়েছে Zeiss ব্র্যান্ডের ক্যামেরা সেনসর। এছাড়াও ইমেজ প্রসেসিংয়ের জন্য রয়েছে ভিভো সংস্থার নিজস্ব imaging chip। ভিভো এক্স১০০ সিরিজের মূল আকর্ষণ ফোনের ক্যামেরা স্পেসিফিকেশন। ভিভো এক্স১০০ প্রো ফোনে রয়েছে একটি Sony IMX989 1-inch type প্রাইমারি সেনসর। ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো, দুটো ফোনেই রয়েছে কার্ভড ৬.৭৮ ইঞ্চির 8 LTPO AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট সর্বোচ্চ ১২০ হার্টজ। ভিভো এক্স১০০ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। অন্যদিকে ভিভো এক্স১০০ প্রো ফোনে রয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের চার্জিং সাপোর্ট। ভারতে লঞ্চ হওয়ার আগে চিনে এবং গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে ভিভো এক্স১০০ সিরিজ।
ভারতে ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোনের দাম কত, কোথা থেকে কিনবেন, কবে বিক্রি শুরু হবে, কী কী অফার রয়েছে
ভিভো এক্স১০০ প্রো ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম (একটিই মডেল লঞ্চ হয়েছে) ৮৯,৯৯৯ টাকা। এই ফোন পাওয়া যাবে অ্যাস্টেরয়েড ব্ল্যাক শেডে। অন্যদিকে ভিভো এক্স১০০ ফোনের ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেলের দাম ৬৩,৯৯৯ টাকা। এই ফোনেরই ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ৬৯,৯৯৯ টাকা। অ্যাস্টেরয়েড ব্ল্যাক এবং স্টারগেজ ব্লু- এই দুই রঙে পাওয়া যাবে ভিভো এক্স১০০ ফোন। ভারতে ভিভো এক্স১০০ সিরিজের দুটো ফোনেরই প্রি-বুকিং শুরু হয়ে গিয়েছে। আগামী ১১ জানুয়ারি থেকে শুরু হবে বিক্রি। কেনা যাবে ফ্লিপকার্ট থেকে। এছাড়াও আগ্রহীরা কিনতে পারবেন ভিভো ইন্ডিয়া অনলাইন স্টোর এবং দেশের অন্যান্য বড় রিটেল স্টোর থেকে। যাঁরা প্রি-বুকিং করবেন তাঁরা এইচডিএফসি কিংবা এসবিআই- এর কার্ড ব্যবহার করে ফোন কিনলে ১০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন। এর সঙ্গে প্রায় ৮০০০ টাকা পর্যন্ত আপগ্রেড বোনাস পাওয়ার সুযোগও থাকছে।
আরও পড়ুন- ভারতে আসছে ওপ্পো রেনো ১১ সিরিজ, কোথা থেকে কিনবেন? কেমন ফিচার থাকবে?