Vivo X100 Series: নতুন বছরের শুরুতে ভারতে আসছে ভিভো এক্স১০০ সিরিজের দুটি ফোন, কত হতে পারে দাম?
Vivo Smartphones: ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোনে থাকতে পারে 8T LTPO ডিসপ্লে, Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি টাইপ মেন ক্যামেরা সেনসর।
Vivo X100 Series: ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স১০০ সিরিজ (Vivo X100 Series)। এই স্মার্টফোন সিরিজের মধ্যে লঞ্চ হবে ভিভো এক্স১০০ (Vivo X100) এবং ভিভো এক্স১০০ প্রো (Vivo X100 Pro) - এই দুই মডেল। আগামী ৪ জানুয়ারি ভারতে লঞ্চ হতে চলেছে ভিভো এক্স১০০ সিরিজ। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই দুই ফোনের দাম সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। সূত্রের খবর, ভিভোর এই ফ্ল্যাগশিপ স্মার্টফোনগুলির দাম ভারতে শুরু হতে পারে ৬৩,৯৯৯ টাকা থেকে। যদিও ভিভো সংস্থার তরফে কিছু ঘোষণা করা হয়নি। ভিভো এক্স১০০ এবং ভিভো এক্স১০০ প্রো- এই দুই ফোনে থাকতে পারে 8T LTPO ডিসপ্লে, Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ, ৫০ মেগাপিক্সেলের ১ ইঞ্চি টাইপ মেন ক্যামেরা সেনসর।
ভিভো এক্স১০০ সিরিজের ভারতীয় ভ্যারিয়েন্টের যে দাম ফাঁস হয়েছে
TechOutlook- এর রিপোর্ট অনুসারে ভিভো এক্স১০০ ফোনের বেস মডেল ১২ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে লঞ্চ হতে পারে এবং তার মার্কেট অপারেটিং প্রাইস হতে পারে ৬৩,৯৯৯ টাকা। অন্যদিকে ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম হতে পারে ৬৯,৯৯৯ টাকা। এছাড়াও ভিভো এক্স১০০ প্রো ফোনের ১৬ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ মডেলের দাম (মার্কেট অপারেটিং প্রাইস) হতে পারে ৮৯,৯৯৯ টাকা।
চিন এবং হংকংয়ে ভিভো এক্স১০০ সিরিজের এই দুই ফোনের দাম কত
চিনে ভিভো এক্স১০০ ফোনের দাম শুরু হচ্ছে ভারতীয় মুদ্রায় আনুমানিক ৫৬,৫০০ টাকা থেকে। অন্যদিকে ভিভো এক্স১০০ প্রো ফোনের দাম চিনে আনুমানিক ৫০ হাজার টাকা (ভারতীয় মুদ্রায়)। ভারতেও ভিভো এক্স১০০ সিরিজের ফোনের দাম এর আশপাশে থাকবে বলে অনুমান, তবে সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু জানা যায়নি। হংকং- এ ভিভো এক্স১০০ ফোনের দাম ভারতীয় মুদ্রায় প্রায় ৮৫,২২৪ টাকা। আর ভিভো এক্স১০০ প্রো ফোনের দাম ভারতীয় মুদ্রায় আনুমানিক ৬৩,৯১৭ টাকা। প্রযুক্তি বিশেষজ্ঞদের অনেকের মতে ভারতে ভিভো এক্স১০০ সিরিজের ফোনের দাম হংকং- এর ভ্যারিয়েন্টের মতোও হতে পারে। তবে নিশ্চিত ভাবে এখনও কিছুই জানা যায়নি।
ভিভো এক্স১০০ সিরিজের ফোন কী কী ফিচার নিয়ে লঞ্চ হয়েছে চিনে এবং গ্লোবাল মার্কেটে
- এই স্মার্টফোন সিরিজের ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির 8 LTPO AMOLED স্ক্রিন যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ফোন পরিচালিত হবে মিডিয়াটেক ডিমেনসিটি ৯৩০০ প্রসেসরের সাহায্যে। এছাড়াও রয়েছে ভিভো ভি৩ চিপ।
- দুটো ফোনেই রয়েছে Zeiss ব্র্যান্ডের ট্রিপল রেয়ার কায়মেরা ইউনিট। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর।
- ভিভো এক্স১০০ ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১২০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও ভিভো এক্স১০০ প্রো ফোনে রয়েছে ৫৪০০ এমএএইচ ব্যাটারি এবং ১০০ ওয়াটের ওয়্যারড চার্জিং ও ৫০ ওয়াটের ওয়্যারলেস চার্জিং সাপোর্ট।